সন্তান নিলেই মিলবে ৬৩ লাখ! কর্মীদের জন্য বড় ঘোষণা এই কোম্পানির, কাজ করবেন নাকি?

বাংলাহান্ট ডেস্ক : ক্রমশ জন্মহার কমছে দক্ষিণ কোরিয়ায়। জন্মহার কমে যাওয়ার ফলে উদ্বিগ্ন সে দেশের সরকার। তবে জন্মহার বৃদ্ধির লক্ষ্যে সে দেশের একটি সংস্থা আকর্ষণীয় অফার দিয়েছে। এই সংস্থা জানিয়েছে, একটি সন্তান নিলেই দম্পতি পেয়ে যাবেন ৭৫ হাজার ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬৩ লাখ টাকা।

সিউলভিত্তিক নির্মাণ প্রতিষ্ঠান বুইয়ং গ্রুপ এই ঘোষণা করেছে। এই সংস্থা জানিয়েছে, তাদের সংস্থার কর্মীরা যদি সন্তান নেন তাহলে পেয়ে যাবেন ৭৫ হাজার ডলার বা ১০ মিলিয়ন কোরিয়ান ওন। কর্মীরা যতবার সন্তান নেবেন ততবারই এই অর্থ মূল্য পাবেন। দক্ষিণ কোরিয়ায় অস্বাভাবিকভাবে জন্মহার কমে গেছে।

আরোও পড়ুন : অপেক্ষার দিন শেষ! প্রথম পাইপ লাইনের মাধ্যমে চালু হল রান্নার গ্যাস, চর্চা তুঙ্গে এই শহরে

সেদেশের জন্মহার স্বাভাবিক পথে আনতে এই সংস্থা এমন উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানের এক মুখপাত্র বলছেন, পুরুষ ও নারী সবার জন্যই এই সুবিধা প্রযোজ্য। এই সংস্থায় ২০২১ সাল থেকে যে সকল নারীরা কর্মরত ও সন্তান জন্ম দিয়েছেন, তারা এখনো পর্যন্ত  ৫.২৫ মিলিয়ন বা সাড়ে ৫২ লাখ ডলার পেয়েছেন।

আরোও পড়ুন : লোকাল ট্রেনের নিচে আটকে যুবক! বাঁচাতে মরিয়া প্রচেষ্টা সহযাত্রীদের, সবাই মিলে হেলিয়ে দিলেন কামরা

সন্তানের জন্ম দেওয়া বা ফার্টিলিটি হারে ২০২২ সালে তালিকার সবথেকে নিচে ছিল দক্ষিণ কোরিয়া। ২০২২ সালে দক্ষিণ কোরিয়ার জন্মহার ছিল মাত্র ০.৭৮ শতাংশ। আশঙ্কা করা হচ্ছে ২০২৫ সালে এই দেশের জন্মহার আরো কমে যাবে। বুইয়ং গ্রুপের পথচলা শুরু ১৯৮৩ সাল থেকে। এই সংস্থা এখনো পর্যন্ত নির্মাণ করেছে ২ লাখ ৭০ হাজারের বেশি বাড়ি।

gettyimages 816893898

বুইয়ং কোম্পানির চেয়ারম্যান লি জুং কিউন বলছেন, ‘যেভাবে দক্ষিণ কোরিয়ার জন্মহার কমছে তেমনটা চলতে থাকলে আগামী ২০ বছরে আমাদের দেশ অস্তিত্ব সংকটের মুখোমুখি হবে। একটি পরিবারে কয়টি সন্তান থাকবে তা অনেক সময় নির্ভর করে সেই পরিবারের আর্থিক সঙ্গতির উপর। অনেকেই সন্তান লালন-পালন ও ভবিষ্য়তের বিষয়টি ভেবে সন্তান ধারণ করতে চান না। তাই আমরা কর্মীদের বোনাস দেওয়ার উদ্যোগ নিয়েছি।’

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর