ভারতের অন্যতম সফল অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিশেষ টুইট ICC-র।

ইতিমধ্যেই আইসিসি চেয়ারম্যান পদে মেয়াদ শেষ হয়ে গিয়েছে শশাঙ্ক মনোহরের। সেই কারণে আইসিসি তাদের পরবর্তী চেয়ারম্যান খোঁজার কাজে নেমে পড়েছে। আর আইসিসির পরবর্তী চেয়ারম্যান হওয়ার দৌড়ে সবার থেকে এগিয়ে রয়েছেন প্রাপ্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। অনেকেই মনে করছেন তাহলে কি শশাঙ্ক মনোহরের পরবর্তী আইসিসি চেয়ারম্যান পদে বসতে চলেছেন সৌরভ গাঙ্গুলী। তবে আজ সেই সব আলোচনা দূরে রেখে সৌরভ গাঙ্গুলীর 48 তম জন্মদিনে দাদাকে শুভেচ্ছাবার্তা জানালেন বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।

ভারতের অন্যতম সফল অধিনায়ক যিনি বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে বসে রয়েছেন সেই সৌরভ গাঙ্গুলী তথা বাংলার মহারাজ আজ 48 বছরে পা দিলেন। করোনার কারণে এই বছর জন্মদিনে তিনি কলকাতায় নিজের বাড়িতেই রয়েছেন। নিজের পরিবারের সদস্যদের সাথেই এবারের জন্মদিন উপভোগ করছেন দাদা।

IMG 20200708 152535

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়ে টুইট করে আইসিসি লিখেছে, “ওয়ানডে তৃতীয় দ্রুততম হিসাবে 10,000 রান পূর্ন করেছেন, বিশ্বকাপে ভারতের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। 2003 বিশ্বকাপে রানার্স অধিনায়ক। বিদেশের মাটিতে যার নেতৃত্বে 28 টি টেস্টের মধ্যে 11 টি টেস্টে ভারত জিতেছে, ভারতের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে জন্মদিনের শুভেচ্ছা।”


Udayan Biswas

সম্পর্কিত খবর