নৌকার আদলে হচ্ছে বিশাল ক্রিকেট স্টেডিয়াম

 

বাংলা হান্ট ডেস্ক : মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসে পদ্মা নদীর তীরে হাজারও নৌকোর সারিবদ্ধ লাইন। তাতে ইলিশ মাছ চোখে পড়েছে। কুবের হোসেন মিয়া সেদিন ছিলেন উপন্যাসের নায়ক। কিন্তু সেই ইলিশ ভর্তি নৌকা নয়। এবার ইলিশের দেশে নৌকার আদলে তৈরী হতে চলেছে এক বৃহৎ স্টেডিয়াম।

50 হাজার দর্শক বসে খেলা দেখতে পারবেন অত্যাধুনিক এই স্টেডিয়ামে। থাকবে সুইমিংপুল ইনডোর একাডেমি আধুনিক জিমনেসিয়াম সেইসঙ্গে পাঁচতারা হোটেলের নির্মাণের পরিকল্পনা আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

IMG 20191012 124839

2021 সালের মধ্যে এই স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ করতে চাইছে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড। নির্মাণের ক্ষেত্রে প্রায় দুই ডজন দরপত্র জমা পড়েছে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবথেকে দামি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করেছে তা হাসিনা সরকার জানিয়েছেন।

সম্পর্কিত খবর