শক্তিশালী পাসপোর্টের তালিকায় অবনতি ভারতের! সবার শীর্ষে ফ্রান্স, জানুন পাকিস্তান সহ বাকিদের র‍্যাঙ্কিং

বাংলা হান্ট ডেস্ক : পাসপোর্ট র‌্যাঙ্কিং সংস্থা ‘হেনলি অ্যান্ড পার্টনার্স’ ২০২৪ সালের পাসপোর্ট সূচক প্রকাশ করেছে। আর এই তালিকার শীর্ষে রয়েছে ফ্রান্সের পাসপোর্ট (France Passport)। এদিকে ভারতের (India) কথা বললে, আমাদের পাসপোর্ট (Indian Passport) বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। এককথায় বললে, ভারতীয় পাসপোর্ট গতবারের চেয়ে কিছুটা দুর্বল হয়ে পড়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের র‌্যাঙ্কিং-এ ৮৫তম স্থানে রয়েছে ভারত, যেখানে গত বছর ভারত ছিল ৮৪তম স্থানে। তবে গত বছরের তুলনায় এ বছর ভারতীয়রা ভিসা ছাড়াই অতিরিক্ত আরও দুটি দেশে যেতে পারবেন। উল্লেখ্য, ২০২৩ সালে ভারতীয়রা ভিসা ছাড়া মোট ৬০টি দেশে ভ্রমণ করতে পারতেন। যা এখন বেড়ে হয়েছে ৬২।

এখানে বলে রাখা ভালো, র‌্যাঙ্কিং অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। এইসব দেশের মানুষ ভিসা ছাড়াই ১৯৪টি দেশে ভ্রমণ করতে পারে। এরপরেই তালিকায় রয়েছে ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া এবং সুইডেন। এইসব দেশের মানুষ ভিসা ছাড়া মোট ১৯৩টি দেশে ভ্রমণের অনুমতি পান।

passport 1

এদিকে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড কিংডম (UK), লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, ডেনমার্ক এবং অস্ট্রিয়া। এই দেশগুলির মোট ১৯২টি দেশে ভিসা-মুক্ত প্রবেশাধিকারের অনুমতি রয়েছে। এরপরেই রয়েছে আরও তিনটি ইউরোপীয় দেশ। বেলজিয়াম, নরওয়ে এবং পর্তুগালের মত দেশগুলির মোট ১৯১টি দেশে ভিসা-মুক্ত প্রবেশাধিকার রয়েছে। ১৮৯টি দেশে ভিসা ফ্রী ভ্রমণ করতে পারবেন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, পোল্যান্ড এবং চেকিয়ার মানুষরা। তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে এই দেশগুলি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর