মেজাজের সাথে এগিয়ে যাচ্ছে ভারত, অর্থনীতিতে উঠছে ঝড়! উল্টোদিকে ইউরোপের গ্রোথ পৌঁছল “Zero”-তে

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে ভারতের অর্থনীতি (Indian Economy) বিশ্বের সবথেকে দ্রুত বর্ধনশীল অর্থনীতির মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত হচ্ছে। অপরদিকে, সমগ্ৰ ইউরোপের (Europe) অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। শুধু তাই নয়, পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে গিয়েছে যে, ইউরোপের অর্থনৈতিক বৃদ্ধি “Zero” হয়ে গিয়েছে। চলুন জেনে নিই এর পেছনের আসল রহস্য।

জানিয়ে রাখি যে, ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ইউরোপের অর্থনীতি গতি তুলতে ব্যর্থ হয়েছে। প্রায় এক বছরেরও বেশি সময় ধরে ওই অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বরে ইউরোপের অর্থনৈতিক বৃদ্ধির হার শূন্য হয়েছে। অপরদিকে, ২০২২ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসে ইউরোপের GDP বৃদ্ধির হার ছিল মাত্র ০.১ শতাংশ।

A storm is brewing in India's economy

জার্মানির ধীর অর্থনীতির কারণে পরিস্থিতি তৈরি হয়েছে: ইতিমধ্যেই ইউরোপিয় ইউনিয়নের পরিসংখ্যান ইউনিট ইউরোস্ট্যাট মঙ্গলবার ত্রৈমাসিক পরিসংখ্যান প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে, জ্বালানির দাম বৃদ্ধি, ক্রমবর্ধমান ঋণ এবং জার্মানির পরিস্থিতি ধীর হওয়ার কারণে পুরো ইউরোপের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। এদিকে, ইউরো মুদ্রা ব্যবহার করে এমন ২০ টি দেশের অর্থনৈতিক অবস্থা ২০২২ সালের জুলাই থেকে অত্যন্ত খারাপ হয়ে রয়েছে। ২০২২ সালের জুলাই থেকে সেপ্টেম্বরে ইউরোপের অর্থনীতিতে ০.৫ শতাংশ হারে বৃদ্ধি ঘটে।

আরও পড়ুন: আচমকাই স্বাস্থ্যের অবনতি হওয়ায় ICU-তে ভর্তি হলেন ভারতের এই তারকা ক্রিকেটার! কেমন আছেন তিনি?

২০২৪ সালেও পরিস্থিতি একই থাকার সম্ভাবনা: বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী চলতি। বছর অর্থাৎ ২০২৪ সালেও ইউরোপের পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা কম। জানুয়ারিতে, লোহিত সাগরের মধ্য দিয়ে সামুদ্রিক বাণিজ্য সন্ত্রাসবাদী হামলার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এমতাবস্থায়, ইউরোপের অর্থনীতিতে এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এত কিছুর পরও ইউরোপের দেশগুলিতে বেকারত্বের মাত্রা বেশ কম রয়েছে।

আরও পড়ুন: কাঙাল পাকিস্তানে কম! ধাক্কা খেল আমাদের দেশ, দুর্নীতি মামলায় কত নম্বরে ভারত? জানলে চমকে যাবেন

এগিয়ে চলেছে ভারতীয় অর্থনীতি: শীঘ্রই ভারত তার আগামী দশকের প্রধান বাজেট পেশ করতে চলেছে। এদিকে, দেশের অর্থনৈতিক বৃদ্ধির অবস্থা বর্তমানে ভালো রয়েছে। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ৭.৩ শতাংশ হবে বলে অনুমান করা হয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর