ডাক্তার সেজে রোগী দেখলেন নাইট গার্ড, অদ্ভুত ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদার এক হাসপাতালে

বাংলাহান্ট ডেস্কঃ ডাক্তারবাবু ছুটিতে রয়েছেন, কিন্তু তাই বলে কি রোগী দেখা বন্ধ থাকবে? তাই এই সুযোগে নিজেই ডাক্তার সেজে বসলেন নাইট গার্ড। ঘটনাটি ঘটেছে মালদহের (Malda) গাজোল গ্রামীণ হাসপাতাল চত্বরে। ডাক্তার ছুটিতে থাকার সুবাদে তারই বাড়িতেই নিজেই ডাক্তার সেজে প্রেসক্রিপশন লিখে ওষুধ দিচ্ছিল্রন নাইট গার্ড। সঙ্গী ছিলেন বাড়ির কেয়ারটেকার।

মালদহের গাজোল গ্রামীণ হাসপাতালের মেডিকেল ইন চার্জ ডাক্তার শ্যামসুন্দর হালদার জানিয়েছেন, ‘৪ ঠা অক্টোবর থেকে ৮ ই অক্টোবর পর্যন্ত হাসপাতাল সুপার ছুটিতে আছেন। তিনি না থাকায় তাঁর কোয়ার্টারও বন্ধ থাকা উচিত। কিন্তু একজন মহিলা এসে অভিযোগ করেছেন, সুপারের কোয়ার্টার্সে রোগী দেখছেন একজন ডাক্তার। কিন্তু ভুলভাল ওষুধ প্রেসক্রাইব করা হচ্ছে। সন্দেহ হতে তিনি অভিযোগ জানান’।

image 159

ঘটনার সূত্রপাত হয়, পিঙ্কি ভুঁইমালি নামে এক মহিলাকে কেন্দ্র করে। গাজোল গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছিলেন পিঙ্কি ভুঁইমালি। এর আগেও তিনি ওই হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন। তখন ডাক্তার বৃন্দাবন রায় এবং ডাক্তার শ্যামসুন্দর হালদারের কাছে চিকিৎসা করিয়েছিলেন। কিন্তু এবার তাঁর শারীরিক অবস্থার কথা শুনে তাকে ডাঃ অঞ্জন রায়ের কাছে যাওয়ার পরামর্শ দেন এক জনৈক ব্যক্তি।

ডাঃ অঞ্জন রায়ের কোয়ার্টার্সে গিয়ে তিনি দেখেন একজন ডাক্তারের পোশাকে রয়েছেন এবং অন্য একজন তাকে সাহায্য করছেন। পিঙ্কি ভুঁইমালি জানান, তিনি সেখানে যাওয়ার পর, তাকে চেকআপ করে একজন অপর জনকে বললেন ‘প্রেসক্রিপশন করে দে’। প্রেসক্রিপশন করে দিয়ে এমনকি ওষুধ কিনতে বললেন বাইরের দোকান থেকে। এখানেই খটকা লাগে পিঙ্কির। একে তো ডাক্তার তুই সম্বোধন করে কথা বলছে, তার উপর সে হাসপাতাল নয়, বাইরের দোকান থেকে ওষুধ নিতে বলছে।

সন্দেহ হওয়ায় তিনি হাসপাতালের আউটডোরে প্রেসক্রিপশন দেখালেই সকলে আতকে ওঠেন। যে ডাক্তার ছুটিতে আছেন সে কি করে প্রেসক্রিপশন লিখবে? আর ওই মহিলার জরায়ুতে টিউমার আছে। কিন্তু তাকে শুধুমাত্র গ্যাস-অম্বলের ওষুধ দেওয়া হয়ছে। ঘটনা জানা জানি হতেই চম্পট দেয় ওই নাইট গার্ড। হাসপাতালের মেডিকেল ইন চার্জ ডাক্তার শ্যামসুন্দর হালদার জানিয়েছেন, ‘ঘটনাটি যখন আমার নজরে এসেছে, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবশ্যই জানাব। এভাবে ডাক্তার সেজে হাসপাতালের প্রেসক্রিপশন লেখা খুবই বড় অপরাধ’।


Smita Hari

সম্পর্কিত খবর