বাংলা হান্ট ডেস্ক: হলিউডের (Hollywood) বিভিন্ন সিনেমায় সুপারহিরোদের টাইম ট্রাভেল (Time Travel) করতে আমরা সকলেই দেখেছি। তবে, সিলভার স্ক্রিনে সুপারহিরোরা টাইম ট্রাভেল করলেও বর্তমানে টাইম ট্রাভেল একটি কাল্পনিক ধারণা হয়েই রয়েছে। অর্থাৎ, এটির কোনো বাস্তব রূপ নেই। যদিও, সোশ্যাল মিডিয়ায় সমগ্ৰ বিশ্বজুড়ে অনেকেই নিজেকে “টাইম ট্রাভেলার” বলে দাবি করেন।
শুধু তাই নয়, তাঁরা এমন কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে নিয়ে আসার চেষ্টা করেন যেগুলি জানার পর হুঁশ উড়ে যায় সকলেরই। পাশাপাশি, অনেকেই তাঁদের ওই দাবিতে ভীতও হয়ে পড়েন। সেই রেশ বজায় রেখেই এবার ফের একজন স্বঘোষিত টাইম ট্রাভেলার উঠে এলেন খবরের শিরোনামে। ইতিমধ্যেই তিনি অবাক করা সব তথ্য সামনে এনেছেন।
এই প্রসঙ্গে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই স্বঘোষিত টাইম ট্রাভেলার দাবি করেছেন, শীঘ্রই এলিয়েনরা বিশ্ববাসীর কাছ থেকে পৃথিবীকে ছিনিয়ে নিতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, Eno Alaric নামে একজন ব্যক্তি সোশ্যাল মিডিয়া সাইট Tiktok-এ তাঁর অ্যাকাউন্টে (@theradiantimetraveler), দাবি করেন যে তিনি একজন টাইম ট্রাভেলার। পাশাপাশি ইনো আরও বলেন ২৬৭১ সাল থেকে তিনি ২০২৩ সালে এসেছেন। এদিকে, টিকটকে তাঁর ৪ লক্ষ ফলোয়ার্সও রয়েছে।
৮ হাজার মানুষকে সঙ্গে নিয়ে যাবে এলিয়েন: গত ২৩ মার্চ ওই ব্যক্তি পোস্ট করা ভিডিওতে দাবি করেন যে ২৩ মার্চ এলিয়েনরা পৃথিবীতে আসবে এবং তাদের সাথে ৮,০০০ মানুষকে নিয়ে যাবে। শুধু তাই নয়, তিনি তাঁর শেষ কয়েকটি ভিডিওতে বলেছেন যে, শীঘ্রই পৃথিবীতে আসতে চলেছে ভিন্ন প্রজাতির এলিয়েন। যাদের নাম ডিস্ট্যান্টস। তারা আসছে মানুষের কাছ থেকে পৃথিবী কেড়ে নিতে। সর্বোপরি, তিনি আরও জানান, এটি এমন একটি যুদ্ধ হবে যে আমরা জিততে পারব না।
৪ বছর পর এলিয়েন আমাদের বাঁচাতে আসবে: Eno Alaric একটি ভিডিওতে আরও দাবি করেছেন যে, চ্যাম্পিয়নস নামে এক ভিন্ন প্রজাতির এলিয়েনও পৃথিবীতে আসবে। যারা আমাদের ডিস্ট্যান্টস এলিয়েন থেকে রক্ষা করবে। এদিকে, ২৩ মার্চের ভিডিওতে তিনি জানান, এলিয়েনরা তাদের সাথে যে ৮ হাজার মানুষকে অন্য গ্রহে নিয়ে যাবে তাদের যাত্রা অনেক দীর্ঘ হবে এবং চ্যাম্পিয়নদের আসতে প্রায় ৪ বছর লাগবে। এমনকি, তারা আলোর গতির চেয়েও দ্রুত বলে দাবি করেন তিনি।