ফের ভয়ানক বোমা বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, নিহত ৬ চীনা নাগরিক

বাংলা হান্ট ডেস্কঃ কয়দিন আগে চীনা ইঞ্জিনিয়ারদের একটি বাসে বিস্ফোরণের ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়ে ছিল পাকিস্তান। উত্তর পশ্চিম পাকিস্তানের এই ঘটনায় মৃত্যু হয়েছিল, প্রায় ন’জন চীনা নাগরিকের, এর জন্য যান্ত্রিক গোলযোগকেই দায়ী করেছিল পাক সরকার। প্রধানমন্ত্রী ইমরান খান আশ্বাস দিয়েছিলেন আগামী দিনে চীনা নাগরিকদের সুরক্ষার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন তারা। কোন রকম অসুবিধা হতে দেবেন না। কিন্তু এরই মাঝে ফের একবার বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান।

পাকিস্তানের গোয়াদারের এই বোমা বিস্ফোরণে প্রায় ছয় জন চীনা নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ নিয়োগ কেন্দ্রের সামনে দুপুরের কিছুটা পরেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ। নতুন করে এই ৬ জন চীনা ইঞ্জিনিয়ারের মৃত্যুর পর রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরে কর্মরত চীনা শ্রমিকদের দিন কাটছে রীতিমতো আশঙ্কার প্রহর গুনতে গুনতে। ইমরান সরকারের আশ্বাসেও ভয় কাটছে না তাদের।

প্রসঙ্গত উল্লেখ্য, শুধু চীনা নাগরিকদের উপর বোমা হামলাই নয়, গত বৃহস্পতিবার পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাহওয়ান শহরে একটি শিয়া মিছিলের উপরেও হামলার ঘটনা সামনে এসেছে। একদিকে যেমন এই ঘটনায় নিহত হয়েছেন ৫ জন তেমনি গুরুতরভাবে আহত হয়েছেন প্রায় ৪০ জন নাগরিক। ওয়াকিবহাল মহলের মতে, তালিবানদের আফগানিস্তান দখলের ফলেই ঘটছে এ ধরনের ঘটনা।

883032 867334 imran khan 3

প্রসঙ্গত, আফগানিস্তানের তালিবান সরকারকে মান্যতা দানের জন্য এখন আমেরিকা সহ বিভিন্ন দেশের কাছে দরবার করছে পাকিস্তান। ইতিমধ্যে এ বিষয়ে চীনের সঙ্গেও কথা বলেছে তারা। তাদের মতে এই তালিবানরা পরিবর্তিত হয়ে গিয়েছে, তারা আর ততখানি উগ্রবাদী নেই। এখন এই ঘটনার পর চীন এবং পাকিস্তান কি পদক্ষেপ গ্রহণ করে সে দিকেই নজর থাকবে সকলের।

 


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর