চাষ আর মজদুরি করে সংসার চালাতেন মহিলা, আয়করের তল্লাশিতে মিলল ১০০ কোটি

বাংলা হান্ট ডেস্কঃ রাজস্থানের এক দিনমজুরের স্ত্রী হঠাৎই হয়ে গেলেন প্রায় ১০০ কোটি টাকার মালিক, যা নিয়ে এখন রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। রাজস্থানের সিকার জেলার ছোট্ট এক গ্রামে বসবাস করেন সঞ্জু দেবী। সাধারণত কৃষি কাজ এবং দিনমজুরের কাজ করেই তার দিন চলে। ১২ বছর আগে মারা গিয়েছেন তার স্বামীও। যার জেরে দুই সন্তানকে নিয়ে এখন সঞ্জু দেবীর একার সংসার চলে রীতিমতো টেনেটুনে। ছেলেমেয়েরা স্কুলে যায় এবং তারপর ফিরে এসে মাকে ঘরের কাজে সাহায্য করে।

আয়কর দপ্তরের সৌজন্যে এহেন সঞ্জু দেবী হঠাৎই জানতে পারেন জয়পুর-দিল্লি হাই রোডের ধারে প্রায় ৬৪ বিঘা রয়েছে তার নামে। ঘটনা শোনার পর রীতিমত অবাক হয়ে যান সঞ্জু দেবী। দিনমজুরি করে যার সংসার চলে কার পক্ষে এত জমি কেনা কি করে সম্ভব? আয় কর বিভাগের আধিকারিকরাও ঘটনাটি প্রথম জানার পর রীতিমতো হতবাক হয়ে গিয়েছিলেন। তারপর তার কাছে জানতে চাওয়া হয় অতীতের ঘটনা।

সঞ্জু দেবী জানান, তার স্বামী মারা যাবার কয়েক মাস আগে ২০০৬ তারা একবার অ্যাম্বার গিয়েছিলেন। তার স্বামী এবং তার শ্বশুর দুজনেই ছোটখাটো কাজ করতেন। কিন্তু কাজের সূত্রেই অনেক বড় মানুষের সাথে পরিচয় ছিল তাদের। অ্যাম্বারেও সঞ্জু দেবী দেখেছিলেন কিছু ধনী মানুষের সঙ্গে কথা বলছেন তার স্বামী। আর তারপরেই একটি কাগজে আঙুলের ছাপ দিতে বলা হয় তাকে। স্বামীর কথা অমান্য না করে একটি দস্তাবেজে আঙ্গুলের ছাপ দেন তিনি। যদিও সেই দলিল যে এই ৬৪ বিঘা জমির সে সম্পর্কে কোন ধারনাই ছিল না তাঁর।

money

তাহলে কেউ কেন শুধু শুধু ৬৪ বিঘা জমি লিখে দিতে যাবেন সঞ্জু দেবীর নামে? আয়কর দপ্তর জানিয়েছে, যে জমিটি কেনা হয়েছে তা মূলত একটি আদিবাসী অধ্যুষিত এলাকা। সরকারি নিয়ম অনুযায়ী, আদিবাসীদের জমি কিনতে পারেন আদিবাসীরাই। সেই কারণেই অনেক শিল্পপতি আদিবাসীদের লোভ দেখিয়ে তাদের নামে জমি কিনে নেন এবং পরবর্তী ক্ষেত্রে সেখানে ব্যবসা ফেঁদে বসেন। সঞ্জু দেবীর সঙ্গেও এমনই ঘটনা ঘটেছে বলেই অনুমান করছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। আপাতত জমির দখল নিয়েছে আয়কর দপ্তর। তবে এ বিষয়ে এখনও তদন্ত চলছে।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর