সঙ্গীর খোঁজে ১৩০০ কিমি পারি বাঘের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: প্রেমিক বা প্রেমিকার জন্য মানুষ কী না কী করতে পারে। কথায় বলা হয় প্রেমে পড়লে মানুষ আকাশের চাঁদও এনে দিতে পারে অবলীলায়। প্রেমিকা বা প্রেমিকের মুখের হাসির জন্য সাত সমুদ্র তেরো নদীও পার করতে পারে মানুষ।

কিন্তু শুধু মাত্র মানুষ নয়, অন্য প্রাণীদের ক্ষেত্রেও একই অভ্যাস দেখা যায়, সেটা জানতেন কি? সম্প্রতি জানা গিয়েছে, একটি বাঘ নিজের সঙ্গীর খোঁজে প্রায় ১৩০০ কিমি রাস্তা অতিক্রম করেছে।

ভারতের আইএফএস অফিসার পরভিন কাসওয়ান জানান, বাঘটি টিপেশ্বর জঙ্গলের। কিন্তু হারানো সঙ্গীর খোঁজে গত ৫ মাস ধরে ১৩০০ কিমি রাস্তা অতিক্রম করেছে। এটা নাকি রেকর্ড।

তবে অনেকের মতে, শিকারের খোঁজে ও এলাকা দখলের জন্যও বাঘেরা এমনটা করে থাকে কখনও সখনও। সম্ভবত এই বাঘটিও তাই করেছে বলেই অনেকে মনে করছেন। বাঘটি ইতিমধ্যেই রাস্তা, মাঠ, খাল পেরিয়ে অনেকটাই পথ অতিক্রম করেছে।

 

X