বিয়ে বাড়ি থেকে ফেরার পথে এলোপাথাড়ি গুলি! মুর্শিদাবাদে ‘দলের’ই লোকেদের হাতে খুন তৃণমূল কর্মী

বাংলা হান্ট ডেস্কঃ রাতের অন্ধকারে খুন তৃণমূল কর্মী (A TMC Worker)। তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ দলেরই সমর্থকদের বিরুদ্ধে। সূত্রের খবর, বিয়েবাড়ি থেকে ফিরছিলেন শ্যামবাবু রায় (৩৪)। সেই সময়ই ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ যায় তাঁর। ঘটনাকে ঘিরে মুর্শিদাবাদ (Murshidabad) থানার দিয়ার এলাকার আমানিগঞ্জ চরে বিরাট চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর, মুর্শিদাবাদ থানার দিয়ার এলাকার আমানিগঞ্জ চরেরই বাসিন্দা মৃত শ্যামবাবু রায়। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতেও গিয়েছিলেন তিঁনি। সেখান থেকে ফিরে এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেই অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথেই গুলিবিদ্ধ হন ওই তৃণমূল কর্মী।

অভিযোগ, বাড়ি ফেরার সময় বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। শ্যামবাবুকে লক্ষ্য করে গুলি চালনো হয়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই তৃণমূল নেতা। কোনও রকমে তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পরিকল্পিতভাবে তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে বলে দাবি পরিবার, পরিচিতদের।

shoot

আরও পড়ুন: এবার ছাড়া পাচ্ছেন অনুব্রত? কেষ্টর মঙ্গল কামনায় বোলপুরে মহাযজ্ঞের আয়োজন, থাকবে ১০০০০ মানুষ

পরিবারের অভিযোগ, তৃণমূলেরই এক দল সমর্থকেরা তাদের ছেলেকে খুন করেছে। পরিবারের দাবি, অভিযুক্তরা আগে তৃণমূলই করতেন। কিন্তু গত পঞ্চায়েত নির্বাচনের সময় দলের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে তারা নির্দলকে সমর্থন করেন। ঘটনার পর অভিযুক্তরা গ্রাম ছেড়ে পালিয়েছে বলেও দাবি করেছে মৃতের পরিবার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর