বাংলা হান্ট ডেস্ক: বেঙ্গালুরু (Bengaluru) ফুটবল স্টেডিয়ামে খেলার উত্তেজনার মাঝেই ছুরিকাঘাতের ঘটনা আতঙ্কের সৃষ্টি করেছে। শুধু তাই নয়, ওই ঘটনা স্টেডিয়ামের নিরাপত্তা নিয়েও প্রশ্নের উদ্রেক করেছে। জানা গিয়েছে যে, এই ঘটনাটি ঘটেছে একজন মহিলাকে ঘিরে বিরোধের জেরে। ছুরিকাঘাতের ঘটনাটি কেএসএফএ সুপার ডিভিশন লিগে বেঙ্গালুরু ইউনাইটেড এবং স্পোর্টিং ক্লাবের মধ্যে একটি ম্যাচ চলাকালীন ঘটে। পুলিশের মতে, স্থানীয় ফুটবলার সত্যকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল। যিনি গত রবিবার উল্লুরে একজন মহিলাকে কেন্দ্র করে ম্যাথিউ নামে এক ব্যক্তির সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েছিলেন।
বেঙ্গালুরুর (Bengaluru) স্টেডিয়ামে তুমুল চাঞ্চল্য:
প্রত্যক্ষদর্শীরা ঘটনার বর্ণনা দিয়েছেন: স্টেডিয়ামে (Bengaluru) উপস্থিত প্রত্যক্ষদর্শীদের মতে, স্টেডিয়ামের ভেতরে প্রায় ৬ জন সত্যের পিছনে ছুটছিল। তারা তাকে ধাওয়া করছিল। তাদের হাতে ছুরির মত অস্ত্রও ছিল। তারা ওই অস্ত্র পোশাকের ভেতরে লুকিয়ে রাখে। খবর অনুসারে, ম্যাচের প্রথমার্ধে এই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, সত্য আক্রমণকারীদের হাত থেকে লুকনোর জন্য বেসমেন্টে দৌড়ে যায়। তবে, আক্রমণকারীদের একজন সেখানেও তার পিছু নেয়। অবশেষে, কেএসএফএ আধিকারিকদের (Bengaluru) চেষ্টায় আক্রমণকারীরা পিছু হটে। তৎক্ষণাৎ পুলিশকে ঘটনাটি জানানো হয়। কিন্তু তারা পৌঁছনোর আগেই আক্রমণকারীরা পালিয়ে যায়।
পুলিশের তদন্তে কী জানা গেছে: পুলিশের (Bengaluru) মতে, সত্য এবং ম্যাথিউর কোনও অপরাধমূলক রেকর্ড নেই। তবে, উল্লুরে এই ২ জনের বিরুদ্ধে আগে কোনও অভিযোগ দায়ের করা হয়েছিল কিনা তা পুলিশ জানার চেষ্টা করছে।
আরও পড়ুন: পাকিস্তান ক্রিকেটে নয়া বিতর্কের সূত্রপাত! বোর্ডের কাছে বিশেষ শর্ত আরোপ এই খেলোয়াড়ের
তৃতীয় ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, নিরাপত্তা বৃদ্ধির দাবি: এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই স্টেডিয়ামে (Bengaluru) এই ঘটনায় দলের আধিকারিকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং তাঁরা নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়েছেন। দলের আধিকারিকদের মতে, গত কয়েক বছরে স্টেডিয়াম এবং তার আশেপাশে এটি তৃতীয় ঘটনা। যেটি স্পষ্ট করে যে, সেখানে নিরাপত্তা এখনও নিখুঁত নয়। যে কেউ সহজেই ভেতরে ঢুকতে পারে। তাঁরা আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রোধে কেএসএফএ শীঘ্রই কিছু বড় পদক্ষেপ নেবে।













