গাড়িতে ঘষা লাগায় টোটো ভেঙেছিল ট্যাক্সি চালক, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের দরুন চাইল ক্ষমা

বাংলাহান্ট ডেস্ক : লক ডাউন(lockdown) পরিস্থিতিতে যেন সবাই একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। বন্ধ হয়েছে বহু কাজ, অনেকে বিগত দুই মাস বাড়িতে বসে। তাদের অর্থের টানাটানি বাড়ছে রোজ। কিন্তু সমাজের একদমই নিম্ন স্তরের মানুষের হাল আরও খারাপ। তারা এখন দিনে আনে দিনে খায় রোজগার বন্ধ হওয়ার ফলে কার্যত চিন্তায়। আর এর মধ্যেই সবাই কেমন একটা ক্ষিপ্ত পরিস্থিতিতে।

IMG 20200525 WA0039

টোটো চালককে হুমকি দেন গাড়ি চালক 

শিলিগুড়িতে আজ দুপুরে ঘটে যাওয়া একটা ভয়ানক ভিডিও ভাইরাল হতেই তার আমরা বুঝতে পেতেছি। রাস্তা দিয়ে যাওয়ার সময় টোটোর সাথে গাড়ির ঘষা লাগে। আর এই গাড়িতে ঘষা লাগতেই গাড়ি চালক টোটো চালকের গায়ে হাত তোলেন। পাশাপাশি তাকে খুব খারাপ কথা বলার হয়। টোটো আলা তার ক্ষতিপূরণ হিসেবে নিজের রোজগার করা সামান্য টাকা তুলে দিতে চাইলেও কিন্তু তা মেনে নেয়নি গাড়ি চালক। আর এই ভিডিও প্রকাশ্যে আসতে অনেকেই অবাক। কিভাবে মানুষ এতো হিংস্র হতে পারে।

অবশ্য এই ঘটনার পর ক্ষমা চেয়েছেন ঐ গাড়ি চালক 

এই ঘটনার পর ক্ষমা  চেয়েছেন ঐ গাড়ি চালক পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন তিনি যা করেছেন তার অত্যন্ত অন্যায় করেছেন।

সম্পর্কিত খবর