এবার নতুন আতঙ্ক: বাদুড় থেকে ফের ছড়াচ্ছে ভাইরাস, মৃত প্রচুর ঘোড়া

বাংলাহান্ট ডেস্কঃ করোনা নিয়ে ত্রস্ত গোটা বিশ্ব। কোনওভাবেই বাগে আনা যাচ্ছে না এই মারণ ভাইরাসকে। স্বাভাবিক কারণেই প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরই মধ্যে নতুন আতঙ্ক থাইল্যান্ড (Thailand) । জানা গিয়েছে, সম্প্রতি বাদুড় থেকে ছড়ানো অজানা ভাইরাসে প্রায় ৫০০ ঘোড়ার মৃত্যুর ঘটনা ঘটেছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ১০০ মাইল দূরে অবস্থিত একটি খামারে ঘটনাটির প্রথম সূত্রপাত।

ei samay j 1

ওই খামারের কর্মীরা জানিয়েছেন, যখন ৯ দিনে ১৮টি ঘোড়ার মৃত্যু তখন খামারের মালিক ভেবেছিল, করোনাভাইরাস হানা দিয়েছে। মৃত ঘোড়াগুলোর পরীক্ষা করানো হয়। কিন্তু তাদের শরীরে করোনার কোনও অস্তিত্ব মেলেনি। চিকিৎসকরা জানান, এক অজানা ভাইরাসের হানায় মারা গিয়েছে ঘোড়াগুলি।

অনেকেরই আবার দাবি, চিন থেকে নিয়ে আসা একটি জেব্রা থেকে এই অজানা ভাইরাস থাইল্যান্ডে ছড়িয়েছে। থাইল্যান্ডের ওই খামারের মালিক নোপাদল সারোপালা জানিয়েছেন, ঘোড়াগুলো হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ছিল। তারপর ২৪ ঘণ্টার মধ্যেই তাদের মৃত্যু হয়।

Stanford University Offering CS472 Data science AI for COVID 19

এদিকে, ফেব্রুয়ারি মাস থেকে ব্রিটেনে বহু ঘোড়া অজানা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। অনেকেই বলছেন, আফ্রিকার ঘোড়াদের অসুখের সঙ্গে এই ব্রিটেনের ঘোড়াগুলির উপসর্গের মিল রয়েছে। আফ্রিকার ঘোড়া ও জেব্রার মধ্যে সাধারণত এই রোগ দেখা যায়। বেশ কিছু বছর আগে এমনই এক ভাইরাসে আফ্রিকাতে প্রচুর ঘোড়ার মৃত্যু হয়েছিল।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঘোড়ার মধ্যে ছড়িয়ে পড়া এই ভাইরাস থেকে মানুষের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। তবে এই অজানা ভাইরাস আচমকাই বহু ঘোড়ার প্রাণ কেড়ে নিচ্ছে। যা কি না উদ্বেগের বিষয়।

সম্পর্কিত খবর