ভাইরাল ভিডিওঃ গুলির থেকেও ফাস্ট কোহলি, ‘ফ্লাইং বিরাট”-এর ফিল্ডিং দেখে মাথায় হাত ব্যাটসম্যানের

   

বাংলা হান্ট ডেস্কঃ বিরাট কোহলি শুধু একজন অসাধারণ ব্যাটারই নন, আরসিবি অধিনায়ক একজন অসাধারণ ফিল্ডারও বটে। তার দুরন্ত সব ফিল্ডিংয়ের নমুনা এর আগেও দেখা গিয়েছে আইপিএলে। এবার রাজস্থান রয়েলেসের বিরুদ্ধেও একইরকম সুন্দর এক ফিল্ডিংয়ের নমুনা রাখলেন বিরাট। তার এই অপূর্ব ফিল্ডিংয়ের ভিডিও এখন রীতিমতো ভাইরাল স্যোশাল মিডিয়ায়।

রাজস্থানের বিরুদ্ধে ১৯ তম ওভারে দুর্দান্ত ফিল্ডিংয়ের নমুনা রাখেন বিরাট কোহলি। এই ওভারের চতুর্থ বলে অফ সাইডে জোরদার একটি শট নিয়েছিলেন রাজস্থানের ক্রিস মরিস। ঝড়ের গতিতে বল চলে যাচ্ছিল বাউন্ডারির দিকেই কিন্তু কার্যত একবারে শেষ মুহূর্তে শরীর ছুঁড়ে দিয়ে বলটি বাঁচিয়ে দেন বিরাট। শুধু তাই নয় থ্রোও করেন পলক ফেলার আগেই। তার এই অনবদ্য ফিটনেস দেখে অবাক হয়ে গিয়েছিলেন ব্যাটসম্যান মরিসও।

এই বল যে আটকে দিতে পারবেন কোহলি এমনটা বোধহয় ভাবতেই পারেননি তিনি। বিরাটের এই অসামান্য ফিল্ডিংয়ের দৃশ্য এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাদের প্রিয় অধিনায়কের এই কমিটমেন্ট দেখে রীতিমতো মুগ্ধ নেটিজেনরাও। সকলেই এখন প্রশংসায় পঞ্চমুখ।

প্রসঙ্গত উল্লেখ্য, এই ম্যাচে জয়ের জন্য কোহলিদের সামনে ১৫০ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল রাজস্থান। জবাবে ব্যাট করতে নেমে বিরাট কোহলি এবং দেবদূত পাডিক্কাল দ্রুত ফিরলেও এদিন ফের একবার জ্বলে ওঠেন ম্যাক্সওয়েল। তার অপরাজিত অর্ধশত রানের দৌলতে ১৭ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় ব্যাঙ্গালোর। বুধবার দুরন্ত পারফরম্যান্স উপহার দেন তরুণ শ্রীকর ভরতও। তবে ব্যাটিংয়ে বেশি রান সংগ্রহ করতে পারেননি বিরাট কোহলি মাত্র ২৫ রানেই ফিরতে হয় তাকে।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর