বাংলা হান্ট ডেস্ক: পরিযায়ী শ্রমিকের ভাগ্য ফেরালো হোয়াটসঅ্যাপে কাটা ৩০ টাকার লটারি (Lottery)। এক সময় নুন আনতে পান্তা ফুরানো সংসারে। সেই ঘরের ছেলে রাতারাতি কোটিপতি। এই ঘটনার খবর পেয়েই ওড়িশা থেকে মুর্শিদাবাদের(Murshidabad) বাড়িতে ফিরলেন ছেলে।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতির ডিহিগ্ৰাম এলাকায়। ওই এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম। সংসারের অভাব ও পেটের তাগিদায় ওড়িয়ায় পরিযায়ী শ্রমিকের কাজ করতেন তিনি। তবে এইভাবে রাতারাতি যে ভাগ্য বদল হবে সে কথা কখনোই ভাবেনি শহিদুল।
৩০ টাকার টিকিটে(Lottery)কোটিপতি! রাতে রাতে ভাগ্য বদল মুর্শিদাবাদের শ্রমিকের
সূত্রের খবর, ভাগ্য ফেরার আশায় কমবেশি লটারি কিনতেন তিনি। সেই রকমই ২৯ তারিখ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ৩০ টাকার বিনিময়ে লটারি কেনেন। রাতেই খবর সুখবরটি পান তিনি।
লটারি বিক্রেতা তাকে ফোন করে জানান, তিনি ১কোটি টাকা জিতেছে। প্রথমের দিকে এই খবর শুনে বিশ্বাস করতে পারেনি শহিদুল ইসলাম নিজেই। পরে সমস্ত ঘটনা জেনে সঙ্গে সঙ্গেই ওড়িশা থেকে ফিরে আসেন নিজের বাড়িতে।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই আনন্দে আত্মহারা যুবক ও তার পরিবার। সূত্রের খবর, এতগুলো টাকা দিয়ে তিনি কি করবেন জানতে চাইলে তিনি জানান, তার বাবা বহুদিন ধরে অসুস্থ। সবার প্রথম বাবার চিকিৎসা ব্যবস্থা করবেন। তিনি আরও জানান, বহু বছর ধরে একটি পাকা বাড়ি বানানোর ইচ্ছে আছে। এমনকি গ্ৰামেই জায়গা জমি কেনার ইচ্ছে আছে তার।