সেলাই মেশিনে মাস্ক বানিয়ে নিজের হাতেই তা বিলি করলেন যোগী রাজ্যের এক বিধায়ক

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (COVID-19) কারণে লকডাউন অবস্থা জারী রয়েছে দেশে। প্রথম ধাপের লকডাউনের সময়সীমা শেষ হওয়ারা আগেই, এই লকডাউনের সময়সীমা বাড়ানোর জন্য সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এই সময় বারবার করে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে নাগরিকদেরকে। মাস্ক, স্যানেটাইজার ব্যবহার করতে বলা হচ্ছে। এই সময় দেখা গেল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিজেপির একজন বিধায়ক রাজীব তড়াড়া, নিজে থেকেই সেলাই মেশিনে মাস্ক বানিয়ে মানুষদের মধ্যে বিলি করতে।

jogi 2

আজ থেকে ২৪ বছর আগে সেলাই শিখেছিলেন তিনি। বিধায়ক হওয়ার পরও সামান্য তম মানসিকতার পরিবর্তন হয়নি তার। উল্টে আরও মানুষের কাছাকাছি এসেছেন তিনি। এই দুর্যোগের পরিস্থিতিতে সাধারণ গরীব দুঃখী মানুষদের জন্য, যারা মাস্ক কিনতে পারছেন না, তাঁদের জন্য নিজে হাতে মাস্ক বানিয়ে তাঁদের মধ্যে বিলি করলেন এই বিজেপি বিধায়ক। এখানেই শেষ নয়। এছাড়া তিনি তার এলাকার মানুষদের নানা ভাবে সাহায্যও করছেন। কখনও রেশন দিচ্ছেন, আবার কখনও খাবার বানিয়ে এলাকাবাসীদের ডেকে তাদের বসিয়ে খাওয়াচ্ছেনও।

রাজীব তড়াড়া নিজেই যেকোনো কাজে এগিয়ে এসেন এবং দলের সদস্যদের এগিয়ে আসতে বলেন। তিনি বললেন, ‘সংকটের এই সময়ে আমরা ট্রিপিল এয়ার মাস্ক বানাচ্ছি। যারা মাস্ক পাচ্ছেন না, তাঁদেরকে আমরা মাস্ক বানিয়ে বিলি করছি। প্রায় ১০০০ হাজার মাস্ক বানাচ্ছি আমরা। প্রয়োজন হলে আরও বানাবো। নাগরিকদের সুরক্ষার জন্য আমরা এই কাজ করছি’।

jogi 2222

রাজীব তড়াড়ার পিতাও একজন বিধায়ক ছিলেন। এই সময় তিনি যে সেলাই মেশিন দ্বারা মাস্ক বানাচ্ছেন, তা কয়েক বছর আগে তিনি উপহার স্বরূপ পেয়েছিলেন। এইভাবে তিনি কখনও মাস্ক বানিয়ে, আবার কখনও খাদ্য দ্রব্য বিলি করে তার সাধ্যমত গরীব মানুষদের সাহায্য করছেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর