মালদায় স্কুলের সামনে থেকে অপহরণের চেষ্টা ক্লাস নাইনের ছাত্রীকে! হাতেনাতে ধরল জনতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ফের একবার অপহরণের অভিযোগ উঠল মালদা থেকে। অভিযোগ ক্লাস নাইনের এক ছাত্রীকে স্কুলের সামনে থেকে অপহরণ করার চেষ্টা করে এক যুবক। ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন তৎক্ষণাৎ গিয়ে অভিযুক্ত যুবককে পাকড়াও করে গণধোলাই দেয়। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। রবিবার এই দুঃসাহসিক অপহরণের চেষ্টা ঘটে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা উচ্চ বিদ্যালয়ের সামনে।

জানা গেছে, ওই সময় স্কুলে একটি ফুটবল ম্যাচ চলছিল। নবম শ্রেণীর ওই ছাত্রীটি স্কুলে গিয়েছিল ফুটবল খেলা দেখতে। ছাত্রীর বাবা জানিয়েছেন, ফুটবল ম্যাচ চলাকালীন ওই ছাত্রী স্কুলের বাইরে বেরোয় খাবার কেনার উদ্দেশ্যে। তখন এক অজ্ঞাত পরিচয়ের যুবক তাকে বাইকে তুলে অপহরণ করার চেষ্টা করে। সেই সময় ছাত্রীটি হঠাৎই চিৎকার শুরু করে।

সেই চিৎকার শুনে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায় স্কুলের সামনে। তারা ওই যুবককে ধরে ব্যাপক হারে গণধোলাই দেয়। এরপর সেই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের মুস্তাক খান।২৪ বছর বয়সী মুস্তাক চাঁচল থানার লয়দা বিষ্টুপুর এলাকার বাসিন্দা।

নবম শ্রেণীর ওই ছাত্রীর বাবা জানিয়েছেন, “আমার মেয়েকে জোর করে বাইকে তুলতে গেলে সে চিৎকার করে। ওর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। বিষয়টি নিয়ে আমরা থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। আমরা চাই যাতে ভবিষ্যতে আর কোন মেয়ের সাথে এই ধরনের ঘটনা না ঘটে। ওই এলাকাটা বিহার থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে অবস্থিত। আমাদের মনে হচ্ছে মেয়েকে পাচার করার জন্যই সে অপহরণ করেছিল।”

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X