এক প্রেমিককে বিয়ে তিন বোনের, স্বামীর সঙ্গে থাকার জন্য বানিয়েছেন টাইমটেবিল

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে প্রায়শই বিবাহ সংক্রান্ত একাধিক অদ্ভুত খবর সামনে আসে। যেগুলি জানার পর রীতিমতো অবাক হয়ে যান সকলেই। সেই রেশ বজায় রেখেই এবার আরও একটি চমকপ্রদ বিয়ের ঘটনা উঠে এল খবরের শিরোনামে। যেটি জানার পর চক্ষু চড়কগাছ হয়ে যাবে আপনারও। মূলত, বর্তমান প্রতিবেদনে আজ আমরা যে ঘটনাটি উপস্থাপিত করব সেটি ঘটেছে কেনিয়ায় (Kenya)।

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার একজন যুবককেই বিয়ে করে ফেললেন তিন বোন। তাঁরা তিন জনই একইসাথে ওই যুবকের প্রেমে পড়ে যান। তারপরেই তাঁকে বিবাহের সিদ্ধান্ত নেন তাঁরা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই বিবাহের ঘটনায় তাঁদের কারোরই কোনো অভিযোগ বা অসুবিধে হচ্ছে না বলেও জানা গিয়েছে। অর্থাৎ, এই বিয়েতে চারজনই খুশি।

তিনজনই প্রথম দেখাতেই প্রেমে পড়ে যান: এই প্রসঙ্গে মিররের রিপোর্ট অনুযায়ী, ওই তিন বোনের নাম হল কেট, ইভ এবং মেরি। তাঁরা কেনিয়াতে বসবাস করেন। জানা গিয়েছে, ওই তিন বোনই গসপেল মিউজিক সংক্রান্ত অধ্যয়ন করছিলেন। পড়াশোনার সময় কেট স্টিভো নামে এক যুবকের সাথে দেখা করেন। এরপরে তিনি স্টিভোকে তাঁর বোনেদের সাথেও পরিচয় করিয়ে দেন। সেই সময় অপর দুই বোন প্রথম দেখায় স্টিভোর প্রেমে পড়ে যান।

কি জানিয়েছেন ওই যুবক: এদিকে, স্টিভো জানিয়েছেন যে, তিনি যখন তাঁর বান্ধবীকে কেটের সাথে পরিচয় করিয়ে দেন, তখন তাঁর বান্ধবী সম্পর্ক ছিন্ন করে দিয়েছিলেন। এরপর কেটের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন স্টিভো। কিছুদিন পর কেটের দুই বোনও তাঁদের প্রেম প্রকাশ করেন এবং তিনজনের সঙ্গেই তাঁর সম্পর্ক শুরু হয়। কয়েক মাস প্রেমের সম্পর্কে থাকার পর, স্টিভো বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে তিন বোনকেই বিয়ে করেন। এখন তিনি তিনজনের সাথেই থাকেন। পাশাপাশি, তিনি বিবাহিত জীবন উপভোগ করছেন বলেও জানা গিয়েছে।

whatsapp image 2023 02 06 at 3.29.34 pm (1)

তিনজনের সাথে থাকতে কোনো সমস্যা নেই: এছাড়া, স্টিভো আরও জানান যে, তিন বোনের জন্যই একটা টাইমটেবিল তৈরি করা হয়েছে। যেখানে নির্ধারিত হয়েছে যে স্টিভো কখন কোন বোনের সঙ্গে থাকবেন। এমতাবস্থায় স্টিভো বলেছেন, একসঙ্গে তিন স্ত্রীর সাথে থাকতে তাঁর কোনো সমস্যা নেই। তিনজনকেই খুশি রাখা বেশ সহজ। তিনি সোমবার মেরির সাথে থাকেন, মঙ্গলবার কেটের সঙ্গে এবং বুধবার ইভের সাথে থাকেন। পাশাপাশি, সপ্তাহান্তে তাঁরা চারজন একসাথে থাকেন এবং দুর্দান্ত সময় কাটান বলেও জানা গিয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর