বাংলায় ফের উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা! বিপুল ধন নিয়ে ট্রেনে সফরের সময় নৈহাটিতে ধৃত যুবক

বাংলাহান্ট ডেস্ক : সঙ্গে রয়েছে লক্ষ লক্ষ টাকা, কিন্তু মনে নেই ভয়। আর ভয়ডরহীন হয়েই লোকাল ট্রেনে সফর করলেন এক যুবক। কিন্তু, ধর্মের কল বাতাসে নড়ে। আর তাই চেকিং শুরু হতেই সেই যুবক হাতেনাতে ধরা পরলেন পুলিশের কাছে।

তারপরেই মোটা অঙ্কের টাকা উদ্ধার করল নৈহাটি জিআরপি থানার পুলিশ। পুলিশ জানা গিয়েছে, ওই অভিযুক্ত যুবকের কাছ থেকে প্রায় ৬০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। নগদ টাকা সে নিয়ে যাচ্ছিল তার ব্যাগে করে। তবে আসলে সেই টাকা কার ? সে ওই টাকা নিয়ে কোথায় যাচ্ছিল ? সে বিষয়ে এখনো ধোঁয়াশাই রয়ে গেছে।

সূত্রের খবর, রুটিন চেকআপ চলাকালীন মঙ্গলবার সন্ধ্যা বেলা স্টেশন থেকে ওই যুবককে আটক করে নৈহাটি জিআরপি থানার পুলিশ। ওই যুবক আপ কল্যাণী লোকাল থেকে নেমেছিল এবং তখন তার সঙ্গে ছিল একটি ব্যাগ। সেই ব্যাগটি দেখে হঠাৎই এক জিআরপি পুলিশের সন্দেহ হয়। তখনই তার ব্যাগ চেকিং এর জন্য তাকে আটকানো হয়। আর ব্যাগ খোলার পরেই চক্ষু ছানাবড়া হয়ে যায় জিআরপিদের।

দেখা যায়, ব্যাগের ভেতর রয়েছে লক্ষ লক্ষ টাকার বান্ডিল। এবং প্রায় সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় থানায়। চলে দফায় দফায় জেরা সারা রাত জুড়ে । কিন্তু তবুও তার কাছ থেকে টাকার সম্পর্কে কোন তথ্য মেলেনি। পুলিশ সূত্রে খবর সেই যুবক জানিয়েছে তার নাম অভিষেক সনকার এবং তার বয়স মাত্র ২৪ বছর। সে দাবি করে তার ব্যাগে মোট ৬০ লক্ষ টাকা গচ্ছিত আছে।

Untitled design 2022 08 04T104555.077

জানা গিয়েছে, কাল যে সময় ব্যক্তিকে উদ্ধার করা হয় সেই সময়ে ব্যাংক যথারীতি বন্ধ হয়ে গিয়েছিল। তাই ব্যাঙ্কের আধিকারিকদের ডেকে মেশিনের সাহায্য নিয়ে টাকা গোনা সম্ভবপর হয়নি। আজ মেশিন নিয়ে থানায় গিয়ে সেই টাকা গোনা হবে বলেই জানানো হয়েছে পুলিশের তরফ থেকে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর