বাংলা হান্ট ডেস্ক: বছর শেষ হতে চলল। এই সময় বহু মানুষই নানান জায়গায় ঘুরতে যান। আর ঘুরতে যেতে গেলে প্লেন, ট্রেন, হোটেল বুক করা সবার আগে প্রয়োজন। পাশাপাশি ঘুরতে যেতে গেলে হাত ব্যাগে সবার আগে যে জিনিসটি নিতে হয় সেটাই হলো আধার কার্ড (Aadhaar Card) ও তার জেরক্স। কারণ যে জায়গায় ঘুরতে যাচ্ছে সেখানে গিয়ে থাকার জন্য আপনাকে সঠিক প্রমাণপত্র হিসেবে এগুলো জমা না করতে পারলে হাজারটা ঝামেলায় পড়তে পারেন আপনি। তবে এবার আর আধার কার্ড বা আধার কার্ডের জেরক্স আপনাকে সঙ্গে নিয়ে ঘুরতে হবে না। এমনই নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রের তরফ থেকে।
হোটেলে আধারের ফটোকপি জমা দেওয়ার দিন শেষ, নতুন নিয়ম আনছে কেন্দ্র (Aadhaar Card)
এই বিষয়ে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা (UIDAI) এর সিইও ভুবনেশ্বর কুমার জানিয়েছেন, আধার কার্ডের (Aadhaar Card) ফটোকপি জমা নেওয়ার এই পুরনো পদ্ধতি এবার পুরোপুরি বন্ধ করা হবে। পাশাপাশি এর বদলে একটি নতুন পরিকাঠামো তৈরি করা হয়েছে। যেখানে সমস্ত সংস্থার আধার ভিত্তিক ভেরিফিকেশনের জন্য সমস্ত হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি গুলোকে এবার একটি নির্দিষ্ট সিস্টেমে নিজেদের রেজিস্টার করাতে হবে। এই নথিভুক্তি করণের পরেই তারা আধারের নতুন ভেরিফিকেশন টেকনোলজি ব্যবহারের অনুমতি পাবে।

আরও পড়ুন: মাত্র এক চামচ কফি পাউডারেই মিলবে উজ্জ্বলতা, রইল ঘরোয়া টোটকা
এছাড়াও এই নতুন নিয়ম খুব তাড়াতাড়ি কার্যকর হতে চলেছে। আর এর পিছনে মূল একটি লক্ষ্য। এই যাচাই করন প্রক্রিয়াকে কাগজ থেকে সরিয়ে ডিজিটাল করে তোলা। আসলে আমরা বিভিন্ন ক্ষেত্রে যে আধারের জেরক্স কপি জমা করি, তাতে অনেক সময় আধারের তথ্য অপব্যবহারের কাজে লাগানো হয়। পাশাপাশি জালিয়াতের শিকার হতে হয় সাধারণত নাগরিকদের। আর এই জালিয়াতের শিকার যেতে আর হতে না হয়, তার জন্যই এই পরিবর্তন আনা হচ্ছে।
কীভাবে কাজ করবে এই নিরাপত্তা জানুন:
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার সিইও ভুবনেশ কুমার পিটিআই সংবাদ সংস্থা কে জানিয়েছেন, “ইউআইডিএআইয়ের অধীনে সংস্থাগুলো রেজিস্ট্রেশন করলে তারা নয়া একটা প্রযুক্তির অ্যাক্সেস পাবে। আর এর ফলে, আধারের কিউআর কোড স্ক্যান করে তারা ডিজিটালি পরিচয় যাচাইকরণ করতে পারবে। এর পাশাপাশি অনেকে আবার অনলাইনে ভেরিফিকেশন করতে চান। সেই ক্ষেত্রে তাদের একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস কি দেওয়া হবে।
এছাড়াও নতুন আধার অ্যাপে একসঙ্গে পাঁচজন পর্যন্ত পরিবারের সদস্য যোগ দিতে পারবেন। যার মধ্যে কারো যদি মোবাইল নম্বর না থাকে এমন কোন ব্যক্তিরও আধার যুক্ত করা যাবে। আর এই কাজ আগামী ১৮ মাসের মধ্যে দেশের ডিজিটাল পার্সোনাল ডেটা প্রটেকশন অ্যাক্ট পুরোপুরি কার্যকর হচ্ছে।
এছাড়াও খুব তাড়াতাড়ি এই বিষয়ে নোটিফিকেশন জারি করা হতে চলেছে। যার ফলে এখন যদি কেউ আপনার আধার কার্ডের (Aadhaar Card) জেরক্স কপি চায়, তাহলে তাঁর কাছে ডিজিটালি আপনার আধার যাচাইয়ের দাবি জানাতে পারেন। আর এর ফলে, আপনার ব্যক্তিগত তথ্য আরও সুরক্ষিত থাকবে।












