ভোটার তালিকা সংশোধনের মাঝেই বড় সিদ্ধান্ত! নিষ্ক্রিয় হল কোটি কোটি আধার নম্বর, কেন?

Published on:

Published on:

Aadhaar Card Deactivation for Over 2 Crore Dead Citizens
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দেশজুড়ে আধার-তথ্যভাণ্ডারকে আরও পরিষ্কার ও নিরাপদ রাখতে বড় পদক্ষেপ নিল UIDAI। মৃত মানুষের আধার নম্বর আর যেন কোথাও অপব্যবহার না হয়, তা নিশ্চিত করতে একসঙ্গে ২ কোটির বেশি আধার (Aadhaar card) নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে।

২ কোটির বেশি আধার (Aadhaar card) নিষ্ক্রিয়

UIDAI-এর দেওয়া তথ্য অনুযায়ী, সম্প্রতি বিহার ও পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে ভোটার তালিকা সংশোধন (SIR) চলাকালীনই মৃত মানুষের ২ কোটিরও বেশি আধার নম্বর (Aadhaar card) নিষ্ক্রিয় করা হয়েছে। তারা জানিয়েছে, সারা দেশে ‘স্বচ্ছতা’ অভিযান চালিয়ে আধারের তথ্যকে সঠিক ও নির্ভুল রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মৃত মানুষ সম্পর্কে তথ্য কোথা থেকে পেল UIDAI?

কেন্দ্রের বৈদ্যুতিন ও তথ্য-প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া, বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছ থেকে মৃত ব্যক্তিদের তথ্য UIDAI-এর হাতে পৌঁছেছে। সেই সঙ্গে স্পষ্ট করে বলা হয়েছে, কেউ মারা গেলে তাঁর আধার নম্বর (Aadhaar card) অন্য কাউকে দেওয়া হয় না।

কেন জরুরি মৃত ব্যক্তির আধার নিষ্ক্রিয় করা?

কেন্দ্রের বক্তব্য, কেউ মারা গেলে তাঁর আধার নম্বর নিষ্ক্রিয় করা অত্যন্ত জরুরি, কারণ মৃত ব্যক্তিদের আধার নম্বর নিষ্ক্রিয় করলে জালিয়াতি রোখা যায়। এছাড়া, অন্যের আধার ব্যবহার করে বেআইনি ভাবে সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া বন্ধ হয়। তাই UIDAI নাগরিকদের অনুরোধ করেছে, পরিবারে কেউ মারা গেলে তাঁর আধার নম্বর বন্ধ করার আবেদন যেন দ্রুত করা হয়।

myAadhaar Portal-এ মিলবে পরিষেবা

মৃত ব্যক্তির আধার নিষ্ক্রিয় করার প্রক্রিয়া এখন খুবই সহজ। myAadhaar Portal-এ গিয়ে ‘death of a family member’ পরিষেবা ব্যবহার করতে হবে। সেখানে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট বা মৃত্যুর শংসাপত্র দিয়ে আধার নম্বর নিষ্ক্রিয় করা যাবে। UIDAI জানিয়েছে, চলতি বছরের শুরুতেই এই পরিষেবা চালু করা হয়েছে এবং বর্তমানে দেশের ২৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এটি কার্যকর।

Aadhaar Card Deactivation for Over 2 Crore Dead Citizens

আরও পড়ুনঃ ভুল চিঠি নিয়ে তোলপাড়! রাজভবনের ‘গুরুতর বিভ্রাটে’ তদন্তের নির্দেশ রাজ্যপালের

উল্লেখ্য, আধার (Aadhaar card) হল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। এতে ১২-সংখ্যার ইউনিক আইডি নম্বর থাকে, সঙ্গে থাকে ব্যক্তির বায়োমেট্রিক ডেটা, ছবি, ঠিকানা। ডিজিটাল যুগে প্রায় সব সরকারি পরিষেবায় আধার বাধ্যতামূলক হওয়ায় প্রতারণার ঘটনাও বাড়ছে। অন্যের আধার ব্যবহার করে প্রতারণা, আর্থিক জালিয়াতি, এমনকি সরকারি প্রকল্পের সুবিধা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে বহু। এইসব অনিয়ম রুখতেই UIDAI এবার কড়া উদ্যোগ নিয়েছে।