এবার আসছে ‘দুয়ারে আধার’! বাড়িতেই সরকারি আধিকারিকরা এসে তৈরি করবেন কার্ড, কেসটা কী?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে ভারতীয়দের কাছে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। সরকারি পরিষেবা পাওয়া থেকে শুরু করে অন্যান্য একাধিক কাজে গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে আধার কার্ড (Aadhaar Card)। আধার নিয়ে মাঝেমধ্যেই নিয়ম পরিবর্তন করে থাকে সরকার। সেই নিয়মগুলি সম্পর্কে ওয়াকিবহাল না থাকলে আখেরে সমস্যায় পড়তে হবে আপনাকেই।

আধার কার্ডের (Aadhaar Card) হোম সার্ভিস

নতুন আধার কার্ড তৈরি বা সংশোধন করতে হলে উপভোক্তাকে যেতে হয় আধার সেবা কেন্দ্রে। কখনো কখনো লম্বা লাইনে দাঁড়িয়ে অংশ নিতে হয় প্রক্রিয়ায়। তবে UIDAI এবার নিয়েছে দারুন সিদ্ধান্ত। সরকারি আধিকারিক বাড়ি এসে করে দেবেন নতুন আধার কার্ড।

update aadhaar card details online for free 1684817003533 1684817003725

তবে বলে রাখা ভালো এই সুবিধা কিন্তু সবার জন্য নয়। শারীরিকভাবে অক্ষম অথবা বয়স্ক ব্যক্তিদের জন্য এই পরিষেবা বিশেষ করে চালু করা হয়েছে। অনেকসময় দেখা যায় প্রতিবন্ধী বা বয়স্ক ব্যক্তিরা সেন্টারে গিয়ে আধার তৈরিতে সমস্যার মুখোমুখি হন। তাদের কথা চিন্তা করেই এমন যুগান্তকারী পদক্ষেপ নিল UIDAI।

আরোও পড়ুন : কালীপুজোর আগেই বিরাট পদক্ষেপ! কুন্তল যা করলেন … ফাঁস হতেই তোলপাড়!

তবে এই আধার হোম সার্ভিস খরচ সাপেক্ষ। বাড়িতে বসে যারা আধার তৈরি করতে চান তাদের ফি বাবদ দিতে হবে ৭০০ টাকা। তবে একটি পরিবারে যদি একাধিক ব্যক্তি আধার তৈরি করতে চান তাহলে প্রথম জনের জন্য ৭০০ টাকা ও পরিবর্তী সদস্যদের জন্য মাথাপিছু ৩৫০ টাকা করে ফি প্রদান করতে হবে।

সরাসরি আধার কর্তৃপক্ষকে মেল করে এই পরিষেবার জন্য আবেদন জানাতে হবে। তারপর কর্তৃপক্ষ তথ্য খতিয়ে দেখে তারিখ ধার্য করবে। সেই দিন আধিকারিক  বাড়ি এসে তৈরি করে দেবেন নতুন আধার কার্ড (Aadhaar Card)। ফলে আধার কার্ড তৈরির জন্য যেতে হবে না কোথাও।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X