আধার কার্ড নিয়ে বড় আপডেট! শুনে খুশিতে লাফাবেন আপনিও

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে প্রত্যেক ভারতবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হল আধার কার্ড। আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ দেয় না, তবে আধার একটি সচিত্র প্রমাণ পত্র। বিভিন্ন সরকারি সুবিধা পাওয়ার জন্য আধার নম্বর এখন গুরুত্বপূর্ণ। এছাড়াও বিভিন্ন কাজে আধার কার্ড প্রয়োজন হয়।

সরকারের তরফ থেকে বেশ কয়েক মাস আগে নির্দেশ দেওয়া হয় আপডেট করতে হবে পুরনো আধার কার্ড। সেক্ষেত্রে জানানো হয়েছিল আগামী ১৪ ই মার্চ ২০২৩ পর্যন্ত বিনামূল্যে এই আধার আপডেট করা যাবে। তবে UIDAI সম্প্রতি বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সুবিধা তিন মাস পর্যন্ত বর্ধিত করেছে।

আরোও পড়ুন : ‘মুসলিমদের কোনও ভয় নেই’ CAA নিয়ে অভয়বাণী জামাত প্রধানের

UIDAI জানাচ্ছে, গত কয়েক মাসে আধার আপডেট উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। সেই প্রেক্ষিতে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আগামী তিন মাস পর্যন্ত এই বৃদ্ধি ঘটানো হয়েছে। প্রত্যেক ভারতবাসী আগামী ১৪ ই জুন ২০২৩ পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করতে পারবেন।

আরোও পড়ুন : এবার ১৪৭৪ কিমি পেরোবেন মাত্র ৬ ঘন্টাতেই! অবাক লাগছে? হাওড়া টু দিল্লি নয়া পরিকল্পনা রেলের

আধার আপডেট করতে চাইলে প্রথমে যেতে হবে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে গিয়ে ক্লিক করতে হবে ‘আপডেট আধার’ বিকল্পে। তারপর ডকুমেন্ট আপডেটে গিয়ে নিচের ড্রপ লিস্ট থেকে পরিচয়পত্রের স্ক্যান কপি এবং ঠিকানার প্রমাণ আপলোড করতে হবে। সবশেষে ক্লিক করতে হবে সাবমিট বটনে।

update aadhaar card details online for free 1684817003533 1684817003725

এরপর আপনাকে দেওয়া হবে একটি অনুরোধ নম্বর। এই নম্বর ভবিষ্যতে আবেদন ট্র্যাকিংয়ের  কাজে লাগতে পারে। আবেদন করার কিছুদিনের মধ্যেই আপনার আধার আপডেট হয়ে যাবে। এই সম্পর্কিত স্ট্যাটাস দেখার জন্য আপনারা ভিজিট করতে পারেন ইউআইডিএআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর