আধার কার্ড আপডেটের জন্য ফি বাড়ল, কোন ধরণের সংশোধনের জন্য কত টাকা দিতে হবে তা দেখে নিন

Published on:

Published on:

Aadhaar Card Update fee has increased see how much you have to pay

বাংলা হান্ট ডেস্ক: আধার কার্ডের জেরে বাল্য এবার সাধারণ মানুষের খরচ। সম্প্রতি এই আধার কার্ড (Aadhaar Card Update) আপডেটের জন্য নির্ধারিত দর বাড়িয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন। জানা যায়, চলতি মাসের ১ তারিখ থেকে কার্যকর হয়েছে এই নতুন দর কাঠাম। যা আগামী ২০২৮ সালের অক্টোবর মাস পর্যন্ত বহাল থাকবে।

আধার আপডেটের ফি বাড়ল, কত দিতে হবে দেখুন? (Aadhaar Card Update)

জানা যায়, আধার আপডেটের (Aadhaar Card) ডেমোগ্রাফিক অর্থাৎ (নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বর, ইমেল)। আলাদাভাবে করলে খরচ হবে ৭৫ টাকা (আগে ছিল ৫০ টাকা)। তবে বায়োমেট্রিক আপডেটের সঙ্গে করলে আলাদা কোনও টাকা লাগবে না। এর পাশাপাশি বায়োমেট্রিক আপডেট (আঙুলের ছাপ, চোখের মণি বা ছবি): এখন ১২৫ টাকা। ২০২৮ সালের অক্টোবর থেকে তা বেড়ে হবে ১৫০ টাকা (AAdhaar Card Update)।

 Aadhaar Card update fee has increased see how much you have to pay

আরও পড়ুন: দশমীর মেলা শেষে ফেরার পথে বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারালেন চার যুবক

এছাড়াও নথিপত্র সংক্রান্ত তথ্য যেমন, পরিচয়পত্র, ঠিকানা বদল করতে চাইলে ২০২৬ সালের ১৪ জুন পর্যন্ত এটি বিনামূল্যে করা যাবে। তবে এনরোলমেন্ট সেন্টারে গেলে খরচ পড়বে ৭৫ টাকা।

একইভাবে, বায়োমেট্রিক সংক্রান্ত কোন আপডেট অর্থাৎ নিজের ছবি, চোখের রেটিনা স্ক্যান অথবা আঙ্গুলের ছাপ আপডেট করার জন্য খরচ পড়বে ১৫০ টাকা। যেখানে আগে খরচ পড়ত ১২৫ টাকা। অবশ্য এই বায়োমেট্রিক আপডেট বিনামূল্যেও করানো সম্ভব। এ বিনামূল্যের বিষয় কেন্দ্রের তরফ থেকে জানা গিয়েছে, ৫-৭ বছর ও ১৫-১৭ বছরের মধ্যে করা প্রথম বায়োমেট্রিক আপডেটেড এর জন্য কোন টাকা দিতে হবে না।

কিন্তু ৫ থেকে ৭ বছর এবং ১৫ থেকে ১৭ বছরের মধ্য়ে করা প্রথম বায়োমেট্রিক আপডেটের জন্য কোনও টাকা দিতে হবে না। মাঝে ৭ থেকে ১৫ বছরের জন্য বায়োমেট্রিক আপডেটের খরচ ১২৫ টাকাই থাকছে। এর পাশাপাশি একজনের বেশি জনের আধার আপডেট করতে হলে প্রতি ব্যক্তির নিরিখে বাড়তি খরচ হিসাবে দিতে হবে ৩৫০ টাকা (Aadhaar Card Update)।