বাংলা হান্ট ডেস্ক: ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে গিয়ে বা পাসপোর্ট ভেরিফিকেশনের সময় হঠাৎ দেখলেন আপনার আধার কার্ডে (Aadhaar Update) বাবার নাম বা স্বামীর নাম নেই। অথবা এক জায়গা থেকে অন্য জায়গায় কোন কারণে থাকার কারণে ঠিকানা পরিবর্তন করতে হয়। আর তখন যদি দেখেন আধার কার্ডে এই রকম সমস্যা তাহলে বহু মানুষ আতঙ্কে পড়ে যান। এছাড়াও এই আধার কার্ডে নাম যুক্ত করা বা ঠিকানা পরিবর্তন করা সাধারণ মানুষকে নানাবিধ সমস্যার মুখে ফেলে। যার মূল কারণ ছিল উপযুক্ত নথিপত্রের অভাব। তবে এবার আধার কার্ড ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এসেছে UIDAI। এবার থেকে অভিভাবকের নাম পরিবর্তনের নিয়ম এ আছে আমূল পরিবর্তন। এই পরিবর্তনের ফলে সাধারণ মানুষের হয়রানি কমবে বলে মনে করা হচ্ছে।
বাবা অথবা স্বামীর নাম সংযোজনে আধার কার্ডের নতুন নিয়ম জানুন (Aadhaar Update)
ভোটার কার্ড, প্যান কার্ডের মতন ভারতীয় নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় পত্র হল আধার কার্ড (Aadhaar Update)। এবার এই আধার কার্ডে অনেক সময় বাবা অথবা স্বামীর নামের সংযুক্ত করা অথবা ঠিকানা পরিবর্তন করা প্রয়োজন হয়। এটি বিশেষত মহিলাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। কারণ বিয়ের পর মহিলাদের বাবার নামের পরিবর্তে স্বামীর নাম যুক্ত করা ও ঠিকানা পরিবর্তন করা অত্যন্ত জরুরি কাজ হয়ে দাঁড়ায়। এতদিন এই কাজটি করতে গিয়ে সাধারণ মানুষকে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আর এই সমস্যার মূল কারণ ছিল নথিপত্রের অভাব। তবে এবার থেকে আর যাতে ব্যবহারকারীদের এই সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য সুখবর নিয়ে এসেছে UIDAI। এখন থেকে অভিভাবকের নাম পরিবর্তনের নিয়মে এসেছে আমল পরিবর্তন। এই পরিবর্তনের ফলে সাধারণ মানুষের হয়রানি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: দুর্ঘটনা রুখতে বড় উদ্যোগ রেলের! যাত্রী সুরক্ষায় এবার পরীক্ষা নেবে রোবট
আগে আধার কার্ডে হেড অফ ফ্যামিলি তথ্যের ভিত্তিতে ঠিকানা বা অভিভাবকের নাম আপডেট করতে হলে একাধিক সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হতো। সেখানে ম্যারেজ সার্টিফিকেট, রেশন কার্ড বা অন্য কোন সরকারি প্রমাণপত্র জোগাড় রাখতে না পারলে আবেদন খারিজ করে দেওয়া হত। তবে এই নিয়মের নিয়ে আসা হয়েছে পরিবর্তন। এখন থেকে পরিবারের প্রধান অর্থাৎ বাবা অথবা স্বামী সম্মতি ভিত্তিতে এই পরিবর্তন সম্ভব। এর জন্য আবেদনকারীকে কোন বাড়তি প্রমাণপত্রই আপলোড করতে হবে না। আপনি এই কাজটি সম্পূর্ণ বাড়িতে বসেও করতে পারবেন। কিভাবে বাড়িতে বসে কাজটি করবেন তার পদ্ধতি গুলো নিচে বলা হল।
প্রথমে আবেদনকারীকে ‘My Aadhaar’ পোর্টালে যেতে হবে। এরপর সেখানে নিজের আধার নম্বর দিয়ে লগইন করতে হবে। তবে মনে রাখবেন, লগইনের জন্য আধারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক। এরপর লগইন করার পর ড্যাশবোর্ড থেকে ‘Address Update’ অপশনটি বেছে নিন। তারপর দুটি বিকল্পের মধ্যে ‘Head of Family (HoF) Based Address Update’ অপশনটিতে ক্লিক করুন।
এবার আপনি যাকে অভিভাবক অর্থাৎ বাবা বা স্বামী হিসেবে যুক্ত করতে চান, তার আধার নম্বরটি নির্দিষ্ট স্থানে বসান। তারপর ড্রপডাউন মেনু থেকে তার সাথে আপনার সম্পর্ক নির্বাচন করুন। তবে মাথায় রাখবেন, এই পরিষেবার জন্য আপনাকে ৭৫ টাকা প্রসেসিং ফি দিতে হবে। আপনার পেমেন্ট হয়ে গেলে আপনি একটি SRN পাবেন। এটি সেভ করে রাখুন।
তবে এখানেই কিন্তু কাজ শেষ নয়। এরপরে আপনি যাকে হেড অফ ফ্যামিলি হিসেবে উল্লেখ করেছেন মানে বাবা বা স্বামীকে তার নিজের আধার পোর্টালে লগইন করতে হবে। এরপর ‘My Head of Family Request’ নামক অপশনে যেতে হবে। সেখানে আপনার আবেদনের নোটিফিকেশন দেখা যাবে। আপনার প্রাপ্ত SRN নম্বরটি মিলিয়ে দেখে তাকে ‘Accept’ বাটনে ক্লিক করে সম্মতি জানাতে হবে।
এই পদ্ধতির কিছু দিকে মনে রাখা অত্যন্ত জরুরি। কারণ এইগুলো ঠিকঠাক ভাবে না করলে পরে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। কারণ, আপনি যার আধার রেফারেন্স হিসাবে ব্যবহার করছে সেটি তার কার্ডের ঠিকানার বানান বা পদবী যা আছে অবিকল সেটাই আপনার আধার কার্ডের প্রিন্ট হয়ে আসবে। তাই সেই তথ্যে কোন ভুল থাকলে আপনার কার্ডে সেই ভুল চলে আসবে। আর একবার যদি পেমেন্ট করার পর পরিবারের প্রধান রিকুয়েস্ট বাতিল করে দেন, অথবা সময় মতন এক্সেপ্ট না করেন তাহলে প্রসেসিং ফি ৭৫ টাকা কোনোভাবেই ফেরত পাওয়া যাবে না। এটি সাধারণ পরিবারের সম্মতি দেওয়ার ৩০ দিনের মধ্যে নতুন আধার কার্ড (Aadhaar Update) জেনারেট হয়ে যায়।












