এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ বাছলেন আকাশ চোপড়া, স্থান পেল না ভারতের কেউ

বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন আগেই এবারের টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেরা একাদশ বেছে নিয়েছিল আইসিসি। এই একাদশে স্থান পাননি কোন ভারতীয় খেলোয়াড়, তা নিয়ে সত্যিই তেমনভাবে প্রশ্ন উঠতে পারে না কারণ একদিকে যেমন ভারতীয় খেলোয়াড়রা তেমন কোনও অসাধারণ পারফরম্যান্স দিতে পারেননি তেমনই আবার এবার সেমিফাইনালের আগেই ওয়ার্ল্ডকাপ থেকে ছিটকে গিয়েছিল বিরাটের দল। আর সেই কারণে আইসিসি টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপ ২০২১ এর সেরা একাদশে স্থান পাননি কোন ভারতীয়।

এবার একইভাবে নিজের একটি সেরা একাদশ বেছে নিলেন ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়াও। লক্ষণীয় বিষয় হল, এবার তিনিও কোন ভারতীয় খেলোয়াড়কে এই একাদশে সুযোগ দেননি। নিজের ওপেনার হিসেবে একদিকে যেমন আকাশ বেছে নিয়েছেন ইংল্যান্ডের জস বাটলার এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে, তেমনি নিজের দলে তিনি তিন নম্বরে খেলার সুযোগ দিয়েছেন পাক অধিনায়ক বাবর আজমকে। জানিয়ে রাখি আকাশের দলের অধিনায়ক বাবর আজমই। কেন উইলিয়ামসন বা অ্যারন ফিঞ্চ তার দলে জায়গা পাননি।

আকাশের দলের চার নম্বরে খেলার সুযোগ পেয়েছেন শ্রীলংকার চ্যারিথ আশালঙ্কা, পাঁচ নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার এইডেন মার্করাম। এছাড়া মঈন আলি, ডেভিড উইজ রয়েছেন ছয় এবং সাত নম্বরে। 4 বোলার হিসেবে আকাশের দলে সুযোগ পেয়েছেন অ্যাডাম জাম্পা, ট্রেন্ট বোল্ট, জশ হেজেলউড এবং এনরিখ নকিয়া৷ দেখার মত বিষয় হল এই যে আরব আমিরশাহির উইকেটের কথা মাথায় রেখেও তিনজন জোরে বোলারকে জায়গা দিয়েছেন এই প্রাক্তন ভারতীয় ওপেনার, যা যথেষ্ট সাহসী সিদ্ধান্ত বলা চলে। অবশ্য অ্যাডাম জাম্পা ছাড়া অন্য স্পিনার হিসেবে মঈন আলিকে দলে রেখেছেন তিনি।

আকাশ চোপড়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের একাদশঃ

বাবর আজম (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার, চ্যারিথ আশালঙ্কা, এইডেন মার্করাম, মঈন আলী, ডেভিড উইজ, অ্যাডাম জাম্পা, ট্রেন্ট বোল্ট, জশ হেজেলউড, এনরিখ নকিয়া।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর