শাসক দলের বিধায়ককে পেটালেন দলীয় কর্মীরাই! প্রাণ বাঁচাতে দৌড়ে পালালেন নেতা, ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ দলীয় কর্মীদের হাতে মার খেলেন আম আদমি পার্টির (Aam Admi Party) বিধায়ক। শুধু তাই নয়, পরবর্তীতে প্রাণ বাঁচানোর জন্য ছুটে পালাতেও হয় তাঁকে। এই ঘটনা সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হওয়ায় ইতিমধ্যে দিল্লি (Delhi) সরকারকে আক্রমণ শানিয়েছে বিজেপি (BJP)। এক্ষেত্রে শাসক দলের দুর্নীতি চরমে ওঠায় দলের বিধায়ককে তাঁর কর্মীদের হাতেই মার খেতে হয়েছে বলে দাবি বিরোধীদের।

বর্তমান সময়ে দাঁড়িয়ে দেশের দুইটি রাজ্য তথা দিল্লি এবং পঞ্জাবে ক্ষমতায় রয়েছে আম আদমি পার্টি। তবে এক্ষেত্রে বেশ কয়েকটি ইস্যুকে কেন্দ্র করে চাপে রয়েছে কেজরিওয়াল সরকার। আপ সরকারকে উদ্দেশ্য করে একের পর এক কটাক্ষ করে চলেছে বিরোধী দলগুলি। আর এর মাঝেই এবার দলীয় কর্মীদের হাতে আপ নেতার মার খাওয়ার ভিডিও ভাইরাল হতে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র।

আম আদমি পার্টি নেতা তথা মাটিয়ালার বিধায়ক গুলাব সিংহ যাদব। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ভাইরাল হয়ে চলেছে। সূত্রের খবর, সম্প্রতি একটি দলীয় কার্যালয়ে উপস্থিত হন আপ নেতা। পরবর্তীতে দলীয় কর্মীদের সঙ্গে তাঁর বিবাদ শুরু হয় এবং পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত হতে থাকে।

সূত্রের খবর অনুযায়ী, দিল্লিতে পুরসভা নির্বাচনের টিকিট পাওয়া নিয়ে বিতর্ক শুরু হয় এবং পরবর্তীতে কর্মীদের ক্ষোভের মুখোমুখি হন গুলাব সিংহ। এক্ষেত্রে কথা কাটাকাটি থেকে পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত হতে থাকে এবং দলীয় কর্মীদের একাংশ বিধায়কের দিকে তেড়ে আসতে থাকে। পরবর্তীতে দলীয় কার্যালয় ছেড়ে পালাতে হয় AAP নেতাকে। তবে এক্ষেত্রে কর্মীদের হাতে বেশ কয়েকবার মারও খান তিনি।

এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিজেপি নেতা সম্বিত পাত্র বলেন, “একটি দলের ‘সৎ রাজনীতি’-র কয়েকটি দৃশ্য। আসলে আম আদমি পার্টির দুর্নীতি এতটাই বৃদ্ধি পেয়েছে যে, দলের কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছে। আসন্ন ভোটে এই পরিস্থিতি হতে চলেছে।”

jpg 20221122 125841 0000

যদিও অপরদিকে বিরোধীদলের অভিযোগ উড়িয়ে গুলাব বলেন, “দলীয় কার্যালয়ে উপস্থিত হয়েছিলাম। তখন বিজেপির লোকজনরা আমার উপর আক্রমণ করে। এমনকি, পরবর্তীতে থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্তদের বাঁচাতে বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত হয়। এর থেকেই বোঝা যায় যে, কার্যালয়ে হামলা কারা করেছে।”


Sayan Das

সম্পর্কিত খবর