ছবিতে নিজের মেয়েই এখন তিন নম্বর বেগম? আমির-ফতিমার ‘নিকাহ’র ছবি ভাইরাল হচ্ছে নেটপাড়ায়

বাংলাহান্ট ডেস্ক: সবে মাত্র চার মাস হয়েছে দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে আমির খানের (aamir khan)। দীর্ঘ ১৬ বছর দাম্পত‍্য সম্পর্কে থাকার পর আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। আমির কিরণের বিচ্ছেদের পরেই অভিযোগ উঠেছিল তাঁদের মাঝে তৃতীয় ব‍্যক্তির প্রবেশের জন‍্যই আচমকা এই বিচ্ছেদ। সেই তৃতীয় ব‍্যক্তি হিসেবে নাম উঠে এসেছিল আমিরের ‘দঙ্গল’ সহ অভিনেত্রী ফতিমা সানা শেখের (fatima sana sheikh)।

ফতিমার সঙ্গে আমিরের সম্পর্কের গুঞ্জন নতুন নয়। শোনা যায়, ফতিমাকে অডিশনে দেখে নিজেই তাঁকে ছবিতে সুযোগ দেন আমির। মুম্বইয়ের রাস্তায়, বিভিন্ন পার্টিতে একসঙ্গে অনেকেই দেখেছে আমির ফতিমাকে। এমনকি বলিপাড়ায় গুঞ্জন, আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’র মুক্তির পরেই তৃতীয় বিয়ের ঘোষনা করবেন আমির। কারণ তিনি চান না তাঁর ব‍্যক্তিগত জীবনের খবর ছবির উপর থেকে সমস্ত লাইমলাইট কেড়ে নিক।

2 fatima sana shaikh celebrating eid with aamir khan
কিন্তু এর মাঝেই সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নব বিবাহিত দম্পতি হিসাবে আমির ও ফতিমার ছবি। দাবি করা হচ্ছে যে দুজনে ইতিমধ‍্যেই নিকাহ সেরে নিয়েছেন। সঙ্গে লেখা হয়েছে, ‘ফতিমা শেখ দঙ্গল ছবিতে আমির খানের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। গীতা ফোগাটের চরিত্রে দেখা গিয়েছিল ফতিমাকে। আর এখন তিনিই আমির খানের তৃতীয় বেগম।’ কটাক্ষ করে এও বলা হয়েছে, এই আমির খানই সত‍্যমেব জয়তে অনুষ্ঠানে বাল‍্য বিবাহ, বহু বিবাহ নিয়ে অন‍্যদের জ্ঞান দেবেন!

ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে সাদা শেরওয়ানিতে আমিরের পাশে সোনালি শাড়ি পরে দাঁড়িয়ে ফতিমা। সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর। কিন্তু ছবিগুলি আদৌ সত‍্যি কি? একটু খুঁটিয়ে দেখলেই বোঝা যাবে ছবিগুলি এডিট করা হয়েছে। আমিরের ছবিটি ঠিকঠাক থাকলেও পাশে ফতিমার ছবিটির সঙ্গে কারিকুরি করা হয়েছে।

1640244496323
আসল ছবিগুলিতে আমিরের পাশে রয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ। তাঁর মুখের জায়গায় এডিট করে বসানো হয়েছে ফতিমার মুখ। আকাশ অম্বানির বাগদানের ছবি এটি। তবে এ বিষয়ে কোনো মন্তব‍্য করেননি আমির বা ফতিমা কেউই। অভিনেতার ব‍্যক্তিগত সূত্রে খবর, সঠিক সময় এলে এ ব‍্যাপারে মুখ খুলবেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর