অন্যের যৌনজীবন নিয়ে এত আগ্রহ কীসের? করনকে জবাব দিতে মা তুললেন আমির!

বাংলাহান্ট ডেস্ক: করন জোহর (Karan Johar) মানেই বিতর্ক। আর তাঁর ‘কফি উইথ করন’ এর দৌলতে সেই বিতর্ক আরো কয়েক গুণ বেড়ে যায়। ইন্ডাস্ট্রির নামী তারকাদের শো তে এনে তাঁদের বেকায়দায় ফেলাই কাজ সঞ্চালক করনের। মাঝে মাঝে অবশ্য তিনি নিজেই বিপদে পড়েন। অতিথিরাই ট্রোল করে ধুয়ে দেন করনকে। যেমন আগামী পর্বে আমির খান (Aamir Khan) ও করিনা কাপুর খানকে করতে দেখা যাবে।

‘লাল সিং চাড্ডা’ ছবির প্রচার করতে কফি উইথ করনে আসছেন আমির করিনা। সম্প্রতি সেই পর্বের ছোট্ট একটি ঝলক প্রকাশ্যে এসেছে, যেখানে প্রতি পদে পদে করনকে ট্রোল করতে দেখা গিয়েছে দুই তারকাকে। করন প্রশ্ন করেন, সন্তান জন্মের পর কি স্বামী স্ত্রীর মধ্যে মিলনের আকর্ষণ কমে যায়?

Aamir boycott
করিনা তৎক্ষণাৎ উত্তর দেন, সেটা তো করন সবথেকে ভাল জানবেন। কারণ তিনি নিজেই দুই ছেলে মেয়ের বাবা। তবে আমির যা উত্তর দিয়েছেন তা এখন ভাইরাল নেটপাড়ায়। করনকে তীব্র কটাক্ষ করে অভিনেতা প্রশ্ন করেন, তিনি যে অন্যদের যৌনজীবন নিয়ে আগ্রহ দেখান, তাঁর মা কিছু বলেন না? এসব কী ধরণের প্রশ্ন!

একে অপরকে নিয়েও মজা করেছেন আমির করিনা। বেবো বলেন, অক্ষয় যেখানে এক মাসে একটা ছবি উতরে দেন, সেখানে আমির ১০০ দিন লাগিয়ে দেন একটা ছবির শুটিংয়েই। খানের এই ব্যাপারটাই মোটে পছন্দ নয় করিনার। উপরন্তু ফ্যাশন সেন্সও খুব একটা ভাল নয় আমিরের। আগামী বৃহস্পতিবার সম্প্রচারিত হবে আমির করিনার পর্বটি।

https://www.instagram.com/reel/CgvtsFZIF_n/?igshid=YmMyMTA2M2Y=

লাল সিং চাড্ডার মুক্তির দিন যত এগিয়ে আসছে, ততই বয়কটের ডাক উঠছে নেটপাড়ায়। অভিযোগ উঠেছে, আমির ভারত বিদ্বেষী। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, তিনি নিজের দেশ ভারতকে ভালবাসেন। দয়া করে দর্শকরা যেন তাঁর ছবি দেখতে আসেন।

ট্রোলের ব‍্যাপারে আমির বলেন, “আমার কষ্ট হয়। আমার খারাপ লাগে এটা ভেবে যে, যারা এই ধরনের কথা বলছে তারা মনে মনে ভাবে যে আমি ভারতকে ভালবাসি না। কিন্তু এটা তো সত‍্যি নয়। এটা সত‍্যিই দুর্ভাগ‍্যজনক যে কিছু মানুষের চিন্তাধারা এমন। দয়া করে আমার ছবি বয়কট করবেন না। আমার ছবি দেখুন।”

Niranjana Nag

সম্পর্কিত খবর