মোদীর ডাকে সাড়া দিয়ে বাড়িতে পতাকা উত্তোলন, দর্শকদের মন জোগানোর চেষ্টায় আমির

বাংলাহান্ট ডেস্ক: ক্ষতি ইতিমধ‍্যেই হয়ে গিয়েছে। ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha) হলে আসতে না আসতেই বিদায় নিতে চলেছে। দর্শক বয়কট করেছে আমির খানের (Aamir Khan) ছবিকে। ফ্লপ হওয়ার দিকেই এগোচ্ছে লাল সিং। এবার ড‍্যামেজ কন্ট্রোলের চেষ্টায় আমির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ডাকে সাড়া দিয়ে ‘হর ঘর তিরঙ্গা’ ক‍্যাম্পেনে যোগ দিলেন তিনি।

স্বাধীনতার ৭৬ তম বর্ষ উপলক্ষে গোটা দেশে পালিত হচ্ছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে আর্জি জানিয়েছেন, প্রত‍্যেক বাড়িতে বাড়িতে এই ১৫ অগাস্টে জাতীয় পতাকা উত্তোলন করতে। তাঁর ডাকে সাড়া দিয়েই নিজের মুম্বইয়ের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করলেন আমির।

Aamir Khan 2
লাল সিং চাড্ডার মুক্তির পর দিন শুক্রবার আমিরের দেখা মেলে তাঁর মুম্বইয়ের বাড়িতে। ব‍্যালকনিতে মেয়ে ইরা খানের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন তিনি। ব‍্যালকনির এক কোণে লাগানো ছিল ভারতের জাতীয় পতাকা। ছবি ভাইরাল হতে নেটনাগরিকদের কটাক্ষ, ড‍্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন আমির।

গত ১১ অগাস্ট মুক্তি পেয়েছে লাল সিং চাড্ডা। অন‍্য সময় হলে মিস্টার পারফেকশনিস্টের ছবি দেখতে হলে ভিড় করেন দর্শকরা। কিন্তু এবারে দৃশ‍্যটা সম্পূর্ণ আলাদা। নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছেন আমির। আর ফল ভোগ করছে তাঁর সিনেমা। শুক্রবার অর্থাৎ ছবি মুক্তির পর দিন মোটে ৭ কোটি টাকা তুলতে পেরেছে এই ছবি।

বৃহস্পতি ও শুক্রবার, লাল সিং চাড্ডার দুদিনের বক্স অফিস সংগ্রহ দাঁড়াচ্ছে প্রায় ১৯ কোটি টাকায়। ব‍্যবসার হার প্রায় ৪০ শতাংশ কমে গিয়েছে লাল সিং চাড্ডার। প্রথম দিনে ১২ কোটি টাকা তুলে লাল সিং চাড্ডা চলতি বছরের তৃতীয় সবথেকে বড় ওপেনিং এর ছবি হয়েছে। ফিল্ম সমালোচকরা বলছেন, খুব করুণ অবস্থা লাল সিং চাড্ডার।

খবর বলছে, ১২ অগাস্ট শুক্রবার অর্থাৎ ছবি মুক্তির ঠিক পরের দিনই ১৩০০ শো কমিয়ে দেওয়া হয়েছে লাল সিং চাড্ডা। শুক্রবার কমেছে আরো ১৫০০ শো। এমন পরিস্থিতি চলতে থাকে রীতিমতো মুখ থুবড়ে পড়বে লাল সিং চাড্ডা।


Niranjana Nag

সম্পর্কিত খবর