মহাভারত’কে পর্দায় ফোটাবেন আমির, অগাস্ট থেকেই শুরু শুটিং, ‘ড্রিম প্রোজেক্ট’ নিয়ে মুখ খুললেন অভিনেতা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘদিন পর বক্স অফিসের ‘খরা’ কেটেছে আমির খানের (Aamir Khan)। ‘সিতারে জমিন পর’ এর হাত ধরেই বলিউডি বিজনেসে কামব্যাক করেছেন তিনি। লাভের মুখ দেখতেই এবার নতুন ছবির প্রস্তুতি শুরু আমিরের (Aamir Khan)। এবার তিনি ঝুঁকছেন মহাকাব্যের দিকে। ‘মহাভারত’কে পর্দায় নিয়ে আসছেন আমির।

মহাভারতের শুটিং শুরু করছেন আমির (Aamir Khan)

আমির এর আগেই জানিয়েছিলেন, মহাভারত তাঁর স্বপ্নের প্রোজেক্ট। বিগত প্রায় দেড় দশক ধরেই এই ছবি করার পরিকল্পনা করছেন তিনি। কিন্তু সাহসে কুলিয়ে উঠতে পারেননি। কারণ পুরাণ ভিত্তিক ছবিগুলি বারেবারে পড়েছে ট্রোলের মুখে। কিন্তু এবার অবশেষে ভয় কাটিয়ে উঠেছেন আমির (Aamir Khan)। মহাভারতের শুটিং শুরু করে দিয়েছেন তিনি।

Aamir khan is bringing mahabharat to bollywood

চলতি বছর থেকেই শুরু শুটিং: সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির জানান, চলতি বছরের অগাস্ট মাস থেকেই তাঁর কাজ শুরু করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে একটি মাত্র ছবি নয়, সিরিজ ভিত্তিক প্রোজেক্ট করতে চলেছেন আমির (Aamir Khan)। তাঁর কথায়, মহাভারতকে একটি ছবিতে তুলে ধরা সম্ভব নয়। একাধিক সিরিজে তিনি ছবিটি তৈরি করতে চলেছেন। তা পরপর মুক্তি পাবে।

আরো পড়ুন : ‘বাংলায় কথা বলতে লজ্জা লাগে?’ তুমুল ট্রোলের মুখে পড়ে শেষমেষ জবাব প্রসেনজিতের

কারা থাকছেন কাস্টিংয়ে: কাস্টিংয়েও থাকছে বড় চমক। বলিউডে সাধারণত কোনো পিরিয়ড ড্রামায় সুপারস্টারদেরই কাস্ট করা হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রেও ব্যতিক্রম আমির (Aamir Khan)। তিনি জানান, তাঁর কাছে চরিত্রগুলিই আসল তারকা। তাই কোনো পরিচিত তারকা নয়, অপরিচিত মুখকেই চাইছেন তিনি নিজের কাস্টিংয়ে।

আরও পড়ুন: পাহাড় চূড়ায় শক্তিপীঠ থেকে সোনালি বালুকাবেলা, কলকাতা থেকে ঢিলছোঁড়া দূরত্বেই এই ‘অফবিট’ জায়গা

এর আগে নিজের স্বপ্নের প্রোজেক্ট নিয়ে বলতে গিয়ে আমির (Aamir Khan) মন্তব্য করেন, মহাভারতের কাহিনি, স্তর, চরিত্রের বৈচিত্র, বিরাট পরিধি সবকিছুই বিবেচনা করতে হবে। গুছিয়ে চিত্রনাট্য লিখতেই অনেকটা সময় চলে যাবে বলে মন্তব্য করেন আমির (Aamir Khan)। সেই সঙ্গে মহাভারত ছবিটি একজন পরিচালকের পক্ষে বানানো সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি। সেক্ষেত্রে তিনি যাদের বেছে নেবেন তারাও যথেষ্ট দায়িত্ব সরকারেই কাজটি করবেন বলে মত আমিরের (Aamir Khan)। অভিনেতা বলেন, মহাভারত তাঁর স্বপ্নের প্রোজেক্ট। এই ছবি করতে গিয়ে তাঁর যদি মৃত্যুও হয় তাতেও তাঁর আক্ষেপ নেই বলে মন্তব্য করেন আমির।