হাড়ভাঙা পরিশ্রম, কয়েকশো কোটি টাকা সব জলে, দর্শকরা মুখ ফিরিয়ে নিতে ভেঙে পড়েছেন আমির খান

বাংলাহান্ট ডেস্ক: বলিউড (Bollywood) তথা খানদের সময় এখন অস্তাচলে। ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের (Aamir Khan) ম‍্যাজিক ফেল করছে বক্স অফিসে। ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha) দর্শক টানতে ব‍্যর্থ। দীর্ঘ ১৫ বছরের পরিশ্রম, কয়েকশো কোটি টাকা সমস্ত জলে। দলে দলে দর্শক বয়কট করছে লাল সিং চাড্ডাকে। আমিরের পুরনো মন্তব‍্যগুলির প্রসঙ্গ টেনে বলা হচ্ছে, যে ভারতকে ‘অসহিষ্ণু’ বলে চলে যেতে চেয়েছিলেন সেই ভারতে নিজের ছবি রিলিজ করবেন না।

বিপাকে পড়ে দর্শকদের কাছে আর্জিও জানিয়েছিলেন আমির, ছবি বয়কট না করতে। ভারতকে তিনি ভালবাসেন, তাঁর কথার ভুল অর্থ করা হয়েছে, এমনো দাবি করেছিলেন। কিন্তু লাভের লাভ কিছু হয়নি। হল দর্শক শূন‍্য। গত ১১ অগাস্ট মুক্তি পেয়েছে লাল সিং চাড্ডা। এই চার দিনে সর্বসাকুল‍্যে ৫০ কোটিও তুলতে পারেনি এই ছবি।

Laal singh aamir
আমির খান যিনি সিনেপ্রেমীদের অন‍্যতম প্রিয় অভিনেতা ছিলেন, লগান, রং দে বসন্তি, তারে জমিন পর, থ্রি ইডিয়টস ব্লকবাস্টার হিট হয়েছে। তাঁর পরপর দুই ছবি ‘ঠাগস অফ হিন্দুস্তান’ আর ‘লাল সিং চাড্ডা’ দুটোই ফ্লপ। বিশেষ করে লাল সিং চাড্ডা নাকি আমিরের এত বছরের কেরিয়ারের সবথেকে কম ব‍্যবসা করা ছবি বলে মনে করছেন ফিল্ম বিশেষজ্ঞরা।

দর্শকদের মন জিততে কোনো কসুর বাকি রাখেননি আমির। হাত জোড় পর্যন্ত করেছিলেন। তবুও ছবির এই হাল। আমিরের কী প্রতিক্রিয়া এ বিষয়ে? সূত্রের খবর, অভিনেতা নাকি প্রচণ্ড রকম হতাশ। লাল সিং চাড্ডা তৈরিতে দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছিলেন তিনি। হলিউডের ‘ফরেস্ট গাম্প’ এর সেরা হিন্দি সংষ্করণটা তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু শেষমেষ দর্শকরা এভাবে মুখ ফিরিয়ে নিতে মানসিকভাবে ভেঙে পড়েছেন আমির।

একা আমির নয়, তাঁর পরিবারের সদস‍্যরাও আবেদন জানিয়েছিলেন দর্শকদের যাতে তারা ছবি বয়কট না করেন। আমিরের ভাইঝি অভিনেত্রী জৈন মেরি খানও ঘৃণার বিরুদ্ধে সরব হয়েছিলেন। সুর চড়িয়েছিলেন মেয়ে ইরা খানও। কিন্তু আর কোনো কথা শুনতেই রাজি নন দর্শকেরা। আমিরকে দিয়ে শুরু করে অন‍্যান‍্য বলিউড অভিনেতাদের ছবিও বয়কটের ডাক দিচ্ছেন তারা।l

ad

Niranjana Nag

সম্পর্কিত খবর