আর মাত্র ১০ বছর সময়, ‘জীবনকে বিশ্বাস নেই’, এ কী বললেন আমির!

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের তিন খানদের মধ্যে তিনি অন্যতম। একসময় ছিলেন ইন্ডাস্ট্রির সক্রিয় সদস্য। অনেক বেছেবুছে সিনেমা করার জন্যই পরিচিত তিনি। অবশ্য তার ফলও পেয়েছেন। তাঁর অধিকাংশ ছবিই হয়েছে হিট। আমির খান (Aamir Khan), বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। তবে বিগত কয়েক বছরে উল্লেখযোগ্য কমেছে আমিরের সক্রিয়তা। বিশেষ করে ‘লাল সিং চাড্ডা’ চূড়ান্ত ভাবে ফ্লপ হওয়ার পর থেকেই যেন অজ্ঞাতবাসে চলে গিয়েছেন অভিনেতা।

আর দশ বছরের সময়সীমা বেঁধে দিলেন আমির (Aamir Khan)

এমনিতে তাঁকে পাপারাৎজির ক্যামেরার সামনে দেখা যায় ঠিকই। কিন্তু দীর্ঘদিন ধরেই সিনেমা জগৎ থেকে উধাও আমির (Aamir Khan)। নতুন কোনো ছবির খোঁজ খবরও পাওয়া যায় না তাঁর। এবার চরম ঘোষণা করে দিলেন অভিনেতা। আর মাত্র দশ বছর। তারপরেই বিদায় নেবেন তিনি।

Aamir khan said he only has 10 years

বিরতি নিয়ে কামব্যাকের সিদ্ধান্ত নেন: হ্যাঁ ঠিকই পড়েছেন। আর বড়জোড় ১০ বছরই মেয়াদ আমিরের (Aamir Khan) অভিনয় জীবনের। এক সাক্ষাৎকারে একথা নিজেই জানান তিনি। অভিনেতা বলেন, লাল সিং চাড্ডা ব্যর্থ হওয়ার পর তিনি বিরতি নিয়েছিলেন। তারপর প্রত্যাবর্তনের কথা ভেবে একসঙ্গে ছয়টি প্রোজেক্ট হাতে নিয়েছিলেন।

আরো পড়ুন : পাকিস্তানের ফুটপাত থেকে লন্ডনে ক্যাফে! ভাইরাল চা ওয়ালার সাফল্যের কাহিনি হার মানাবে সিনেমাকেও

কেরিয়ারের আর কয়েকটা বছরই বাকি: আমিরের (Aamir Khan) কথায়, এর আগে কখনোই ছয়টি প্রোজেক্ট নিয়ে একসঙ্গে ভাবেননি তিনি। কিন্তু আর মাত্র ১০ বছরই অভিনয় করবেন ভেবে প্রোজেক্ট গুলি নিয়ে নেন তিনি। আমির বলেন, ‘জীবনকে বিশ্বাস নেই। হয়তো কালই মারা যেতে পারি। হয়তো ৭০ বছর পর্যন্ত অভিনয় করব। আমার হাতে আর ১০ বছরই সময় রয়েছে। কেরিয়ারের এই শেষ কটা বছরকে আমি একটু ভালো ভাবে ব্যবহার করতে চাই’।

আরো পড়ুন : ‘চিরকাল খারাপ ছেলে ছিলাম, আমার জন্য মা কখনো ভালো থাকেনি’, হঠাৎ কী হল অরিজিতের?

ওই সাক্ষাৎকারে প্রাক্তন স্ত্রী কিরণ রাও ছিলেন আমিরের সঙ্গে। তিনি অবশ্য এই সিদ্ধান্তকে মোটেই সমর্থন করেননি। উল্লেখ্য, কিরণ এবং সন্তানদের অনুরোধেই করোনার পর আবারো অভিনয় জগতে ফেরেন আমির। তবে এবার তাঁর অবসরের সিদ্ধান্ত পাকা। আগামী দিনে নবাগতদের বেশি করে জায়গা দিতে চান বলেই মন্তব্য করেন আমির।


Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর