Ekchokho.com 🇮🇳

খরা কাটল বক্স অফিসে, ‘সিতারে জমিন পর’ দিয়েই ধামাকা আমিরের! কত আয় করল সিক্যুয়েল?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : একসময় ভেবেছিলেন, ছেড়েই দেবেন অভিনয়। বক্স অফিসের হাল ধরতে না পেরে মুষড়ে পড়েছিলেন আমির খান (Aamir Khan)। দর্শকদের চটিয়ে বলিউড থেকে একরকম মুছে যেতে বসেছিলেন তিনি। এই ‘সিতারে জমিন পর’ তাঁর কামব্যাকের একমাত্র উপায় ছিল। অবশেষে বোধকরি ঈশ্বর সদয় হলেন। আগের সুদিন ফিরে পেলেন আমির (Aamir Khan)। কড়া প্রতিযোগিতা সত্ত্বেও বক্স অফিসে দাপট ধরে রাখল সিতারে জমিন পর।

আমিরের (Aamir Khan) ছবির বক্স অফিস জয়

গত ২০ শে জুন মুক্তি পেয়েছে সিতারে জমিন পর। বক্স অফিস রিপোর্ট বলছে, ১৫ দিনে ভারতে এই ছবির নেট আয় ১৩৭.৮০ কোটি টাকা। আর বিশ্বব্যাপী আয়ের ক্ষেত্রে সংখ্যাটা ২১৭.৫০ কোটি টাকা। বক্স অফিসে টক্করটা অবশ্য সহজ ছিল না। একদিকে কাজল অভিনীত ‘মা’, অন্যদিকে ‘কনপ্পা’র সঙ্গে প্রতিযোগিতায় নামতে হয়েছে আমিরের (Aamir Khan) ছবিকে। তবে অপর দুই ছবিকে পেছনে ফেলে আয়ের তালিকার শীর্ষে জ্বলজ্বল করছে সিতারে জমিন পর এর নাম।

Aamir khan sitaare zameen par shines on box office

বিশেষ সম্মানে ভূষিত অভিনেতা: এই ছবির সাফল্য উদযাপনের জন্য দুই মাল্টিপ্লেক্স সংস্থা PVR INOX Pictures এবং Cinepolis এর উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানেই ‘বক্স অফিস কা বাপ’ উপাধিতে ভূষিত করা হয় আমিরকে (Aamir Khan)। তাঁর ছবির টিমও উপস্থিত ছিল এদিনের অনুষ্ঠানে।

 আরো পড়ুন : রেলওয়েতে চাকরির সুবর্ণ সুযোগ, শীঘ্রই শুরু রেজিস্ট্রেশন, কারা করতে পারবেন আবেদন?

আমিরের সাফল্যে খুশি ভক্তরা: প্রসঙ্গত, তারে জমিন পর এর সিক্যুয়েল হল সিতারে জমিন পর। এই ছবির হাত ধরেই হারানো জনপ্রিয়তা ফিরে পাবেন আমির (Aamir Khan), এমনটাই আশা করেছিলেন অনুরাগীরা। পূর্ণ হয়েছে তাদের প্রত্যাশা। আমিরকে (Aamir Khan) আবার স্বমহিমায় ফিরতে দেখে উচ্ছ্বসিত ভক্তরা।

আরো পড়ুন : ‘গোমাংস খাদক কিনা ভগবান রামের চরিত্রে!’ তুমুল সমালোচনার মুখে রণবীরের ঢাল হলেন এই গায়িকা

বলিউডের অন্যতম খ্যাতনামা অভিনেতা আমির। ঝুলিতে অগুনতি সুপারহিট ছবি রয়েছে মিস্টার পারফেকশনিস্টের। তবে ‘লাল সিং চাড্ডা’র ঘোরতর ভরাডুবির পর হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন আমির (Aamir Khan)। এবার আবারও সাফল্যের মুখ দেখায় খুশি তাঁর ভক্তরা।