দর্শক টানতে সেই দক্ষিণের দ্বারস্থ, আমিরের ভাগ্য ফেরানোর দায়িত্ব নিলেন ‘RRR’ অভিনেতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক বছর চলে যাচ্ছে। কিন্তু বলিউডের অবস্থা যে কে সেই রয়ে গিয়েছে। একটা দুটো ছবি ব্যতিক্রমী ভাবে হিট হয়ে গেলেও বেশিরভাগ ছবিই গিয়েছে ফ্লপের খাতায়। এর মধ্যে রয়েছে মিস্টার পারফেকশনিস্ট আমির খানের (Aamir Khan) ‘লাল সিং চাড্ডা’ও। বটানা কয়েক বছর ধরে শুটিং, কোটি কোটি টাকা খরচ করার পরেও দর্শকদের প্রত্যাখ্যান সইতে হয়েছে আমিরকে।

আপাতত কিছুদিন অভিনয় থেকে দূরে থাকারই পরিকল্পনা করেছেন আমির। তবে আগামীতে বেশ কয়েকটি ছবি নিয়ে আসতে চলেছেন তিনি। তার মধ্যে একটি ছবির জন্য নাকি দক্ষিণী ইন্ডাস্ট্রির দিকে ঝুঁকছেন আমির। দক্ষিণের নামী অভিনেতা এবং পরিচালকের সঙ্গে নাকি হাত মেলাতে চলেছেন তিনি।

‘আর আর আর’ খ্যাত জুনিয়র এনটিআর এবং ‘কেজিএফ’ পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে হাত মিলিয়ে নতুন প্রোজেক্ট আনবেন আমির, সূত্রের খবর বলছে এমনটাই। চলতি বছরের শুরুর দিকে জুনিয়র এনটিআরের সঙ্গে একটি ছবির ঘোষণা করেছিলেন প্রশান্ত নীল। সেই ছবিতে নাকি বলিউড থেকে পা রাখছেন আমির।

সূত্রের খবর মানলে, প্রশান্ত নীলের ‘সালার’ ছবির কাজ শেষ হলে আগামী বছরে শুরু হবে এই নতুন ছবির শুটিং। ছবির সম্ভাব্য নাম ‘এনটিআর ৩১’। প্রায় কুড়ি বছর আগেই নাকি এই ছবিটির পরিকল্পনা করে রেখেছিলেন প্রশান্ত নীল। কিন্তু স্বপ্নের প্রোজেক্টকে বড় মাপে তুলে ধরার জন্য এতদিন অপেক্ষা করছিলেন তিনি। অবশেষে সেই সময় আগত। তবে এখনো বিষয়টা নিয়ে মুখ খুলতে রাজি হননি পরিচালক অভিনেতা কেউই।

প্রসঙ্গত, আমির জানিয়েছিলেন, এখন তিনি কিছু দিনের বিরতি নেবেন অভিনয় থেকে। দীর্ঘ ৩৫ বছরের অভিনয় জীবনে এই প্রথম তিনি বিরতি নিচ্ছেন। সেই সময়টা দেবেন নিজের পরিবারকে। নিজের সন্তান, মায়ের সঙ্গে সময় কাটাবেন।

আমির আরো জানান, এতদিন ধরে শুধুমাত্র নিজের কাজটা নিয়েই ভেবেছেন তিনি। কিন্তু তাঁর আশেপাশের মানুষের গুলোর সঙ্গে অবিচার করা হয়েছে। তাই আগামী এক দেড় বছর আর অভিনেতা আমিরকে পাওয়া যাবে না বড়পর্দায়।

X