আমি ভারত বিরোধী নই, দয়া করে আমার সিনেমা বয়কট করবেন না, বেকায়দায় পড়ে হাতজোড় করলেন আমির

বাংলাহান্ট ডেস্ক: আমির খান (Aamir Khan) ভারত বিরোধী, হিন্দু বিরোধী, এমনি সব অভিযোগ তুলে ‘লাল সিং চাড্ডা’ বয়কটের ডাক দিয়েছেন নেটনাগরিকরা। টুইটারে ট্রেন্ডিং ‘হ‍্যাশট‍্যাগ বয়কট লাল সিং চাড্ডা’। অভিনেতার পুরনো সব সাক্ষাৎকার, মন্তব‍্য খুঁড়ে তুলে আনা হচ্ছে। এবার বিষয়টা নিয়ে মুখ খুললেন আমির।

আমিরের একটি পুরনো সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে আনা হয়েছে। সেখানে আমির বলেছিলেন, ভারত এমনিতে খুব সহিষ্ণু দেশ হলেও কিছু মানুষ আছেন যারা ইচ্ছাকৃত ভাবে ঘৃণা, হিংসা ছড়ান। শুধু তাই নয়, তিনি আরো বলেছিলেন, দেশের পরিস্থিতির জন‍্য স্ত্রী (এখন প্রাক্তন) কিরণ রাও নাকি সন্তানদের নিয়ে ভারত ছেড়ে চলে যেতে চান।

Aamir boycott
তাঁর এই মন্তব‍্য নিয়ে ব‍্যাপক সমালোচনা হয়েছিল তখন। কিন্তু আমির হয়তো ভাবতেও পারেননি যে তাঁর এই মন্তব‍্য ভবিষ‍্যতে ছবির সাফল‍্যের পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, তিনি নিজের দেশ ভারতকে ভালবাসেন। দয়া করে দর্শকরা যেন তাঁর ছবি দেখতে আসেন।

ট্রোলের ব‍্যাপারে আমির বলেন, “আমার কষ্ট হয়। আমার খারাপ লাগে এটা ভেবে যে, যারা এই ধরনের কথা বলছে তারা মনে মনে ভাবে যে আমি ভারতকে ভালবাসি না। কিন্তু এটা তো সত‍্যি নয়। এটা সত‍্যিই দুর্ভাগ‍্যজনক যে কিছু মানুষের চিন্তাধারা এমন। দয়া করে আমার ছবি বয়কট করবেন না। আমার ছবি দেখুন।”

এর আগেও দেশকে অসম্মানের অভিযোগ তুলে নেটনাগরিকরা আমির ও লাল সিং চাড্ডাকে বয়কটের ডাক তুলেছিলেন। আমির একবার বলেছিলেন, শিবলিঙ্গে দুধ ঢেলে নষ্ট না করে বরং ওই টাকায় দরিদ্র শিশুদের খাওয়ানো উচিত। ২০২০ তে যখন বলিউডের বিরুদ্ধে বিক্ষোভের ঢেউ উঠেছে দেশজুড়ে, তখন করিনা বলেছিলেন পছন্দ না হলে ছবি দেখবেন না। কেউ জোর করবে না।

এখন তাঁদের সেই মন্তব‍্যগুলি তুলে ধরে পালটা কটাক্ষ ছুঁড়ছেন নেটিজেনরা। টাকা খরচ করে এইসব অভিনেতা অভিনেত্রীদের ছবি না দেখে বরং সেই টাকায় দরিদ্র বাচ্চাদের খাওয়ান, বই পড়ুন। কিন্তু এদের ছবি দেখে দেশটাকে নষ্ট করবেন না, আর্জি নেটিজেনদের।


Niranjana Nag

সম্পর্কিত খবর