বাবার তৃতীয় বিয়ের গুঞ্জনের মাঝেই ভাইরাল মেয়ের ছবি, প্রেমিকের গালে চুম্বন করলেন আমির-কন‍্যা ইরা

বাংলাহান্ট ডেস্ক: ক্রিসমাস আসতেই প্রেমের জোয়ার বলিউডে। নতুন নতুন প্রেমে পড়েছেন আমির খানের (aamir khan) কন‍্যা ইরা খান (ira khan)। নিজের ফিটনেস কোচ নূপুর শিখরের সঙ্গেই সম্পর্কে রয়েছেন তিনি। রাখঢাক না করেই সম্পর্কটা সবার সামনে নিয়ে এসেছেন ইরা। ক্রিসমাসেও প্রেমিকের সঙ্গেই সময় কাটালেন তিনি।

সোশ‍্যাল মিডিয়ায় একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন ইরা। নূপুরের গালে আদরের চুম্বন এঁকে দিয়ে তিনি ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন। মেয়ে ও হবু জামাইয়ের সঙ্গে ক্রিসমাস পার্টিতে যোগ দিয়েছিলেন আমির খানও। বাবার সঙ্গেও ছবি শেয়ার করেছেন ইরা।

IMG 20211227 204126
বেশ কিছুদিন আগেই দীর্ঘদিনের প্রেমিক মিশাল কৃপলানির সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে ইরার। সেই বিচ্ছেদ নিয়ে বেশ চর্চা হয়েছিল সোশ‍্যাল মিডিয়ায়। এরপর লকডাউনের সময়েই একে অপরের কাছাকাছি আসেন নূপুর ও ইরা। এমনকি এও শোনা যায়, বাবা আমিরের মহাবলেশ্বরের ফার্ম হাউসে নূপুরের সঙ্গে একত্রে ছুটিও কাটিয়ে এসেছেন ইরা। তাঁদের এই সম্পর্কের বিষয়ে আগের থেকেই জানেন ইরার মা রীনা দত্তও।

https://www.instagram.com/p/CX9Xs2QNnoX/?utm_medium=copy_link

 

মিশাল কৃপালনির সঙ্গে দু বছর সম্পর্কে ছিলেন ইরা। একসঙ্গে প্রায়ই ছবি শেয়ার করতে দেখা যেত তাঁদের। কিন্তু ইরা নিজের কেরিয়ারের দিকে মনোযোগ দিতেই দুজনের মধ‍্যে মনোমালিন‍্য শুরু হয়, এমনটাই জানা গিয়েছে। বাধ‍্য হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন ইরা।

Screenshot 2021 12 27 20 39 31 061 com.instagram.android
অপরদিকে আমিরের তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়েও চর্চা চলছে সোশ‍্যাল মিডিয়ায়। আমির কিরণের বিচ্ছেদের পরেই তাঁদের মাঝে তৃতীয় ব‍্যক্তি হিসাবে ‘দঙ্গল’ সহ অভিনেত্রী ফতিমা সানা শেখের নাম উঠে এসেছিল। শোনা যায়, ফতিমাকে অডিশনে দেখে নিজেই তাঁকে ছবিতে সুযোগ দেন আমির।

https://www.instagram.com/khan.ira/p/CX_I6K-tttC/?utm_medium=copy_link

 

মুম্বইয়ের রাস্তায়, বিভিন্ন পার্টিতে একসঙ্গে অনেকেই দেখেছে আমির ফতিমাকে। এমনকি বলিপাড়ায় গুঞ্জন, আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’র মুক্তির পরেই তৃতীয় বিয়ের ঘোষনা করবেন আমির। কারণ তিনি চান না তাঁর ব‍্যক্তিগত জীবনের খবর ছবির উপর থেকে সমস্ত লাইমলাইট কেড়ে নিক। যদিও বিষয়টা নিয়ে কোনো মন্তব‍্যই করেননি আমির বা ফতিমা কেউ।

Niranjana Nag

সম্পর্কিত খবর