প্রথম দিনে উঠল মোটে এত কোটি! হিট না ফ্লপ কেমন হল ‘লাল সিং চাড্ডা’? জেনে নিন ছবি দেখার আগেই

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বহু টালবাহানা, তর্ক বিতর্কের পর মুক্তি পেয়েছে আমির খানের (Aamir Khan) ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha)। টুইটারে ‘বয়কট লাল সিং চাড্ডা’ হ‍্যাশট‍্যাগ ঝড়ের পর ছবিটি যে শেষমেষ প্রেক্ষাগৃহে আসতে পেরেছে এটাই বড় ব‍্যাপার। যে ছবি নিয়ে এত শোরগোল, এত আলোচনা, বিতর্ক, কেমন হল সেই ছবি? কেমন হল লাল সিং চাড্ডা? ছবিটি এখনো যারা দেখে উঠতে পারেননি তাদের জন‍্য রইল দর্শকদের প্রথম প্রতিক্রিয়া।

১১ অগাস্ট মুক্তি পেয়েছে ‘লাল সিং চাড্ডা’। বয়কটের ডাকের মাঝেই অনেকে প্রথম দিনের শো দেখে ফেলেছেন। সোশ‍্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়েছেন তাঁরা। এখনো পর্যন্ত মিশ্র প্রতিক্রিয়া আসছে দর্শকদের তরফে। একাংশ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আমিরকে। অন‍্যদিকে দর্শকদের একেবারেই খুশি নন লাল সিং নিয়ে। এমনকি ছবিটি না দেখারও পরামর্শ দিয়েছেন তারা।

একজন লিখেছেন, ‘এই ছবিটা ব্লকবাস্টার হবেই। আশা, অনুপ্রেরণা, আবেগে ভরা এই ছবি। আমির, করিনা দুজনেই দারুন। অবশ‍্যই দেখার মতো একটা ছবি।’ সঙ্গে ছবি থেকে শাহরুখ খানের ক‍্যামিও চরিত্রের দৃশ‍্যও শেয়ার করেছেন।

আরেকজনও আমিরের ভূয়ষী প্রশংসা করে লিখেছেন, চরিত্রের সারল‍্য খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। মাথা ঘুরিয়ে দেওয়ার মতো পারফরম‍্যান্স। নাগা চৈতন‍্যর জবাব নেই। ছোট্ট চরিত্রেও খুব ভাল অভিনয় করেছেন। এই ছবি আমিরের অন‍্যতম সেরা কাজ বলেও দাবি করেছেন কয়েকজন।

https://twitter.com/MdHusanyS/status/1557582003939078146?t=WqZg3H_osN2SWtBKkm_Vng&s=19

 

এ তো গেল প্রশংসার পর্ব। নেতিবাচক প্রতিক্রিয়াও কিন্তু কম পায়নি লাল সিং চাড্ডা। একজন ছবির মাঝে বিরতির সময়ে টুইট করে লিখেছেন, ‘ছবির দ্বিতীয় অংশ দেখা উচিত নাকি না দেখেই বেরিয়ে যাওয়া উচিত? বুঝতে পারছি না।’ আরেকজন লিখেছেন, ‘রিমেক তখনি প্রশংসা পাওয়ার দাবি রাখে যখন তা আসল ছবিকে ছাপিয়ে যায়। কিন্তু টাকা না খাওয়া রিভিউ বলছে, লাল সিং চাড্ডায় ফরেস্ট গাম্প থেকে সমস্ত দৃশ‍্যই টুকে দেওয়া হয়েছে। শুধু একটু বদল রয়েছে। এটা ফ্লপ হবেই।’

বলিউডে রক্ষা বন্ধনের সঙ্গে মুখোমুখি টক্করে নেমেছে লাল সিং চাড্ডা। প্রথম দিনের বক্স অফিস সংগ্রহের আগাম ঝলক বলছে, আনুমানিক ১১-১২ কোটি টাকা তুলতে পারবে এই ছবি। আগামীতে বক্স অফিসে কেমন পারফর্ম করে আমিরের ছবি সেটাই দেখার অপেক্ষা।

X