সুরাটের লড়াই জমিয়ে দিল কেজরির ‘দিল্লি মডেল’! BJP কে জোর টেক্কা দেবে AAP, দাবি সমীক্ষার

বাংলাহান্ট ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচন। তাই নিয়েই এবার সরগরম গুজরাটের (Gujarat) রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘরের মাঠে হারের ভয়ে কাঁপছে বিজেপি (BJP)। এমনই দাবি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ) প্রধান অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal)। আপের অভ্যন্তরীণ সমীক্ষায় উঠে এসেছে, সুরাটে (Surat) ১২টির মধ্যে সাতটি আসনেই জিততে চলেছেন তাদের প্রার্থীরা। এমনটাই দাবি কেজরীবালের।

এবারের বিধানসভা নির্বাচনে লড়াই হবে মোট ১৮২ টি আসনে। এই মধ্যে রয়েছে ১২টি সুরাটের আসনও। সুরাটের পরিস্থিতি বেশ অগ্নিগর্ভ। এতদিন এই বন্দর শহরে মূল লড়াইটা হতো বিজেপি ও কংগ্রেসের মধ্যে। কিন্তু এবার পরিস্থিতি অনেকটাই ভিন্ন। কংগ্রেস এবং বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে মাঠে নেমে পড়েছে অরবিন্দ কেজরিওয়ালের আপ। এবং জানা যাচ্ছে, সুরাটে আপের জনপ্রিয়তাও বেশ চোখে পড়ার মতো। যা দেখে ভ্রু কুঁচকেছে শাসক দলের।

সুরাটে যে বিজেপি চাপে রয়েছে তা পরিস্কার বোঝা যায় তাদের কর্মকাণ্ড দেখে। কয়েকদিন আগেই এক আপ প্রার্থীকে অপহরণ করার অভিযোগ ওঠে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। কাঞ্চন জারিওয়ালা নামের ওই আপ নেতা পরে বাধ্য হয়ে মনোনয়ন প্রত্যাহার করে নেন। তবে পরিস্থিতি বেশ উত্তপ্ত। জানা যাচ্ছে, সুরাটে আপ দেখা মেলে ২০২১ সালেই। গত বছরের পৌরসভা নির্বাচনে ২৭ টি আসন জেতে তারা। তবে এর মধ্যে ৫ জন কাউন্সিলর অবশ্য ইতিমধ্যেই পদ্ম শিবিরে যোগ দিয়েছেন।

সুরাটে আপ মাস্টারস্ট্রোক খেলে পতিদার গোষ্ঠীর কয়েকজনকে প্রার্থী করে। বারাছা থেকে অল্পেশ কাঠিরিয়া, অলপাদ থেকে ধার্মিক মালভিয়া, কাতারগাম থেকে গোপাল ইটালিয়া, ইতিমধ্যেই বেশ বড় নাম। অবশ্য বিজেপি আপকে নিয়ে একেবারেই চিন্তিত নয়। গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের স্পষ্ট জবাব ১২টির মধ্যে অন্তত ১১ টি তাঁরা জিতবেই। এখন সুরাটে আবার পদ্ম ফুটবে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে ফল ঘোষণার দিন পর্যন্ত।

Sudipto

সম্পর্কিত খবর