‘আর নয়,অন্যায়’পৌরভোটে বিজেপির নতুন স্লোগান ঘোষনা দিলীপ ঘোষ

বাংলা হান্ট -আর কিছুদিনের মধ্যে কলকাতা পৌরসংস্থা ছাড়াও রাজ্যের প্রায় শতাধিকের বেশি পৌরসভায় ভোট হতে চলেছে। সেই ভোটকে পাখির চোখ করে এবার ময়দানে নামতে চলেছে রাজ্য বিজেপি,

এমনটাই ইঙ্গিত দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি সাংবাদিক সম্মেলন করে আজ জানায় ‘আর নয়,অন্যায়’ রাজ্যের শাসক দল তৃণমূলের একাধিক দুর্নীতির আছে বলে বারবার দাবি করে আসছে বিজেপি। সেই কথা মাথায় রেখে এবার পৌরসভা ভোটের নয়া কৌশল তৈরি করল রাজ্য বিজেপি।

 

আগামী ১লা মার্চ কলকাতায় শহীদ মিনারে সিএএ এর সমর্থনে বিশাল মিছিল করবেন অমিত শাহ ও জি পি নাড্ডা জি, তার আগেই রাজ্য বিজেপির পক্ষ থেকে এই ঘোষণা করলেন দিলীপ ঘোষ, তিনি বললেন রাজ্যে কোথাও কাটমানি সরকার চলছে, কোথাও শিক্ষকদের সঠিক বেতন পাচ্ছে না এবং সমাজের একাধিক দুর্নীতির সাথে যুক্ত তৃণমূল যে দুর্নীতিমূলক কাজ করছে তার জন্যই আর এই প্রশাসন বা সরকারকে চাই না। তাই আমাদের নতুন স্লোগান ‘আর নয়, অন্যায়।


সাম্প্রতিক লোকসভা নির্বাচনে বিজেপির শ্লোগান ছিল১৯শে হাপ,একুশের সাফ সেই লক্ষ্যে তারা কিছুটা হলেও পূরণ করতে পেরেছে এমনটাই মনে করে রাজ্য বিজেপি। তারা যে বাইশটা লোকসভার কে পাখির চোখ করে ময়দানে নেমেছিল। তা কিছুটা হলেও দ্বারা পূরণ করতে পেরেছে বলে মনে করছে। তাই তারা

এবার নতুন স্লোগান দিয়ে কর্মীদের উৎসাহ দেবে বলে মনে করছে কিন্তু তৃণমূল তা করতে নারাজ তারা দাবি করেছে তারাই এবার ক্ষমতা দখল করবে কিন্তু বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যদি সঠিক এবং সুন্দর হয় তাহলে তারা একাধিক পৌরসভা দখল করবে এবং কলকাতা পৌরসংস্থা দখল করবে বলে তারা জানিয়েছেন। এখন কবে ভোট হয় আর শেষ হাসি কে হাসে সেই দিকে তাকিয়ে গোটা রাজনৈতিক মহল৷

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর