TMC অঞ্চল সভাপতির বাড়িতে ঢুকে মহিলাদের উপর হামলা চালাল আব্বাস সিদ্দিকীর সমর্থকরা

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় তৃণমূল (tmc) বিজেপির সংঘর্ষের পর এবার অভিযোগ উঠল আব্বাস সিদ্দিকীর (abbas siddiqui) সমর্থকদের বিরুদ্ধে। অভিযোগ, বারাসত ২ নম্বর ব্লকের রোহন্ড এলাকায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর এবং তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে হামলা করার।

বাংলায় নির্বাচনের দামামা বেজে গিয়েছে। প্রায়শই লেগে থাকা তৃণমূল বিজেপি সংঘর্ষের পর এবার সেই তালিকায় নাম লেখাল আব্বাস সিদ্দিকীর দল। বাংলায় গদি দখলের লড়াইয়ে এবার সামিল হয়েছে আব্বাস সিদ্দিকীর দলও। দল গঠন করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা করে দিয়েই শুরু করেছে নির্বাচনী প্রচারের কাজ।

bbbkbkbskb

ঘটনার সূত্রপাত হয় একটি আলোচনা সভাকে কেন্দ্র করে। আব্বাস সিদ্দিকীর সমর্থকদের অভিযোগ, শুক্রবার তারা রোহন্ড গ্রাম পঞ্চায়েতের দিয়ারা গ্রামে দলীয় আলোচনা করতে গেলে, সেখানকার তৃণমূল সমর্থকরা তাদের কাজে বাঁধা দেন।

উল্টোদিকে তৃণমূলের অঞ্চল সভাপতি আজগার আলি অভিযোগ জানিয়েছেন, আব্বাস সিদ্দিকীর সমর্থকরা শুক্রবার রাতে আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁর বাড়িতে চড়াও হয়। আজগার আলি বাড়িতে না থাকায় তাঁর পরিবারের মহিলাদের মারধর করে এবং পার্টি অফিস ভাঙচুর করে।

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তদের মধ্যে ৭ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে মধ্যমগ্রাম থানায়। ঘটনাস্থলে পাহারায় রয়েছে বিশাল পুলিশবাহিনী।

Smita Hari

সম্পর্কিত খবর