‘অভয়া বিচার পেলে তামান্না মরত না’, দুই মায়ের হাহাকার কাঁপাল রাজপথ

Published on:

Published on:

Abhaya and Tamanna's parents join together in Nabanna Abhijan demanding justice

বাংলা হান্ট ডেস্কঃ অভয়া কাণ্ডের এক বছর পূর্ণ হতে চলেছে। এখনও বিচার পাননি মৃত তরুণী চিকিৎসকের পরিবার। এই ন্যায়ের দাবিতে আজ রাজপথে নবান্ন অভিযানে (Nabanna Abhijan) শামিল হন অভয়ার মা-বাবা। তবে শুধু অভয়ার মা বাবাই নয়, এদিন নবান্ন অভিযানের মিছিলে যোগ দিলেন নদীয়ার কালীগঞ্জের মৃত নাবালিকা তামান্নার পরিবারও। দুই মায়ের চোখের জল আর ক্ষোভে কাঁপল রাজপথ।

বিচারের দাবিতে অভয়ার মা-বাবার সাথে পা মেলালো তামান্নার মা-বাবাও (Nabanna Abhijan)

রাত পেরোলেই অভয়া ধর্ষণ ও খুনের এক বছর। এখনো বিচার না পাওয়ায় ক্ষোভে ফুঁসছে অভয়ার বাবা-মা এবং সমগ্র রাজ্যবাসী। আজ নবান্ন অভিযানে (Nabanna Abhijan) অংশ নিতে হাজির হন বহু মানুষ, যাদের মধ্যে ছিলেন তামান্নার মা-বাবাও।

তামান্নার মা বলেন, “এক বছর ধরে অভয়ার মা-বাবা মেয়ের বিচারের আশায় পথে পথে ঘুরছেন, কিন্তু এখনো বিচার পাননি। যদি তাঁরা বিচার পেতেন, তাহলে হয়তো আমার তামান্নাকে হারাতে হতো না।” প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আজ যদি প্রশাসন ঠিকমতো বিচার করত, তাহলে আমাকে এখানে আসতে হতো না।”

নদীয়ার কালীগঞ্জের এই নাবালিকা তামান্না খাতুন গত উপনির্বাচনের ভোট-পরবর্তী হিংসায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বোমাবাজিতে নিহত হন। অভিযোগ, ঘটনায় জড়িত ২৪ জনের মধ্যে মাত্র ১০ জনকে গ্রেফতার করা হয়েছে, বাকিরা এখনও অধরা। সদ্য মেয়েকে হারানোর যন্ত্রণায় ভুগলেও তামান্নার মা-বাবা আজ অভয়ার বিচারের দাবিতে নবান্ন অভিযানে যোগ দেন।

পলাশী থেকে ট্রেনে এসে তাঁরা অভয়ার মিছিলে অংশ নেন (Nabanna Abhijan)। শুধু তাই নয়, পথে স্টেশন চত্বরে যাত্রীদের হাতে রাখি বেঁধে ‘ন্যায়বিচারের’ বার্তা ছড়ান তামান্নার মা, বুকের কাছে মেয়ের ছবি আঁকড়ে ধরে।

Abhaya and Tamanna's parents join together in Navanna Abhijan demanding justice

আরও পড়ুনঃ ‘তৃণমূলের ভয়ে আমাদের কোনঠাসা করেছে সমাজ’, বিস্ফোরক অভিযোগ অভয়ার বাবার

অভয়া ও তামান্না, দুই মেয়ের হারানোর বেদনা আজ একই দাবিতে মিলিত হয়েছে। এক বছরের বিচারহীনতা এবং প্রশাসনের প্রতি ক্ষোভ আজকের নবান্ন অভিযানে (Nabanna Abhijan) নতুন আবেগ ও ক্ষোভের স্রোত যোগ করেছে।