বাংলাহান্ট ডেস্ক : বেজে গিয়েছে পুজোর বাদ্যি। বাংলা ছাড়িয়ে ভিন রাজ্যে, এমনকি সুদূর বিদেশেও শোনা যাচ্ছে ঢাকের আওয়াজ। মাকে কি আর কোনও গণ্ডিতে আটকানো যায়? প্রতি বছরই ধুমধাম করে মুম্বইতে হয় দুর্গাপুজো। সেখানকার বাঙালি সমাজ তো বটেই, যোগ দেন বলিউড ইন্ডাস্ট্রির তারকারাও। আর মুম্বইয়ের দুর্গাপুজো মানেই গায়ক অভিজিৎ ভট্টাচার্যের (Abhijeet Bhattacharya) ‘লোখন্ডওয়ালার পুজো’। এবছর ৩০ এ পা দিল এই পুজো। সেই উপলক্ষে অন্যান্য বারের তুলনায় এবার জাঁকজমক আরও বেশি। কেমন চলছে প্রস্তুতি?
মুম্বইয়ে জনপ্রিয় অভিজিতের (Abhijeet Bhattacharya) দুর্গাপুজো
২৭ সেপ্টেম্বর পঞ্চমীর দিন থেকেই দর্শনার্থীদের জন্য খুলে যাচ্ছে ‘লোখন্ডওয়ালার দুর্গোৎসব’ এর দরজা। ২ অক্টোবর বিজয়া দশমী পর্যন্ত চলবে উদযাপন। তবে সাতদিন ধরেই দর্শনার্থী, অতিথিরা আসতে থাকেন পুজোতে। লোখন্ডওয়ালার মাঠেই আয়োজন করা হয় পুজোর। কোনও থিম নয়, একেবারে সাবেকি ধরণের এই পুজো করেন অভিজিৎ (Abhijeet Bhattacharya)।
৩০ বছরের উদযাপন পুজোর: সেই ১৯৯৬ সালে তৎকালীন বম্বের বুকে দুর্গাপুজো শুরু করেছিলেন অভিজিৎ। আজ তা এক উৎসবে পরিণত হয়েছে। নাম ছড়িয়েছে বিদেশেও। অভিজিৎ (Abhijeet Bhattacharya) বলেন, লোখন্ডওয়ালার দুর্গোৎসবের ৩০ বছর উদযাপন তাঁর কাছে গর্বের মুহূর্ত। বম্বের বুকে বাঙালি ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার যে চেষ্টা তিনি করেছিলেন তা আজ সফল।
আরও পড়ুন : কোনও থিম নয়, বাস্তব! এখানে ২০০ বছর ধরে দেবীজ্ঞানে পুজো করা হয় উঁইঢিবিকে, গায়ে কাঁটা দেবে নেপথ্য কাহিনি
কী কী থাকে মেনুতে: বর্ধমানের মৃৎশিল্পীরা গড়েন অভিজিতের (Abhijeet Bhattacharya) পুজোর প্রতিমা। শুধু তাই নয়, কলকাতা থেকে নানান খাবার নিয়ে এসেও পসরা সাজিয়ে বসেন অনেকে। পুজোর ভোগে থাকে খিচুড়ি, বেগুনি, লাবড়া, চাটনি আর রসগোল্লা। অবাঙালিদের জন্য ভেজ চপ, পনিরের নানান স্ন্যাক্সের ব্যবস্থাও থাকে। বিজয়া দশমীতে আর মেনু চেঞ্জ। সেদিন হয় পোলাও। দশমীর বদলে প্রতিমা বিসর্জন হয় একাদশীতে।
আরও পড়ুন : ‘দক্ষিণী স্টাইলে সাজানো ঝুলন’, রঘু ডাকাত নিয়ে পরপর খোঁচা দেবকে, রাজনীতি ছেড়ে কি এবার ফিল্মি জগতে কুণাল?
মুর্শিদাবাদ থেকে ৪০ জন ঢাকি আসেন অভিজিতের পুজোতে ঢাক বাজাতে। এখানকার পুজোর ধুনুচি নাচও অত্যন্ত জনপ্রিয়। উপরন্তু তারকাদের হাট তো বসেই অভিজিতের লোখন্ডওয়ালার দুর্গোৎসবে। ৩০ বছরের উদযাপনে আড়ম্বর আরও বেশি হবে বলেই শোনা যাচ্ছে।