বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা (Loksabha Vote) ভোট শুরু হতে মাত্র দুদিন বাকি। এই আবহে অবশেষে ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করল বিজেপি। একমাত্র এই আসনেই প্রার্থী দেওয়া বাকি ছিল গেরুয়া শিবিরের। এবার সব ডান, ৪২ এ ৪২। বিজেপির টিকিটে ডায়মন্ডহারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে লড়বেন অভিজিৎ দাস (Abhijit Das) ওরফে ববি। আগে থেকেই এই নাম নিয়ে জল্পনা ছিল। এবার তাতেই শীলমোহর পড়ল।
রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি থেকে কে হবে ডায়মন্ড হারবারের প্রার্থী হবে সেই নিয়ে এতদিন জল্পনা ছিল তুঙ্গে। তবে সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার সামনে এল নাম। দক্ষিণ ২৪ পরগনার এই অভিজিৎকে ববি দা বলেই সকলে চেনেন। তার আসল নাম অভিজিত্ দাস। অভিজিত্বাবু একসময় বিজেপির জেলা সভাপতি ছিলেন।
বিজেপির সঙ্গে বহুদিনের রিস্তা তার। দলের কাজে বহুদিন থেকে যুক্ত অভিজিত্। যদিও বর্তমানে দলের কোনও পদে তিনি। সূত্রের, কয়েক বছর আগে এই বিজেপি নেতার ওপর হয়। তারপর থেকে বিশেষ নিরাপত্তায় রয়েছেন তিনি। তবে এলাকায় তার বিরাট দাপট। এবার সেই দাপুটে ববি দা-ই অভিষেকের বিরুদ্ধে বিজেপির বাজি।
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এর আগে ২ বারের সাংসদ তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার হ্যাট্রিক গড়ার লক্ষ্যে। নিজের কেন্দ্রকে হাতের তালুর মতো চেনেন তিনি। তাই ববির জন্য এই লড়াই যে একেবারেই সহজ হবেনা তা বলার অপেক্ষা রাখে না। রূদ্রনীল থেকে সোনালী গুহ, কৌস্তভ বাগচী এমনকি সজল ঘোষের নামও উঠে এসেছিল ডায়মন্ড হারবারের প্রার্থী হিসেবে। তবে চাল উল্টে বিজেপি প্রার্থী করল অভিজিত্ দাসকে।
আরও পড়ুন: হঠাৎ ধেয়ে আসছে দুর্যোগ! আগামী ২ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি ৩ জেলায়: আবহাওয়ার খবর
অভিষেকের বিরুদ্ধে অভিজিতের নাম ঘোষণা হতেই আসরে নেমে পড়েছে তৃণমূল। এই বিষয়ে তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন বলেন, “অভিজিৎ দাস খায় না মাথায় দেয়। বাংলায় একটা সমীক্ষা করে দেখুন তো এ রাজ্যের কতজন মানুষ তাকে চেনেন।”