বাংলা হান্ট ডেস্কঃ বিচারপতির আসন ছেড়ে এবার জনতার আদালতে! সদ্য রাজনীতির ময়দানে পা রেখেছেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। কেন্দ্রের শাসক দল বিজেপির হাত ধরে রাজনীতিক হিসেবে নতুন ইনিংস শুরু করেছেন তিনি। সম্প্রতি সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানালেন, বামেদের তরফ থেকে যাদবপুর (Jadavpur) কেন্দ্র থেকে লড়ার প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে। দু-চারদিন ভাবার পর সেই প্রস্তাব ফিরিয়ে দেন। জনপ্রিয় এক সংবাদমাধ্যমের কাছে একথা ফাঁস করেছেন তিনি।
বিজেপিতে (BJP) যোগ দেওয়ার দিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, তিনি ধর্মে বিশ্বাসী। সেই কারণে সিপিএমে যোগ দেননি। অপরদিকে কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক মতাদর্শের কিছু পার্থক্য আছে। তাই পদ্ম শিবিরকেই বেছে নেন তিনি। এবার এক জনপ্রিয় সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় অভিজিৎবাবু বলেন, সিপিএমের (CPM) তরফ থেকেও তাঁর কাছে প্রস্তাব এসেছিল। যাদবপুর কেন্দ্রের (Jadavpur Constituency) প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়।
অভিজিৎবাবুর কথায়, ‘সিপিআইএমের কাছ থেকে আমার কাছে যাদবপুর কেন্দ্রের প্রার্থী হওয়ার প্রস্তাব ছিল। দু-চারদিন সময় নিয়েছিলাম। এরপর বলে দিই, না আমি পারছি না। ওঁরা হয়তো তাতে দুঃখ পেয়েছেন। অনেকেই চেয়েছিলেন আমি আসি’। তবে শুধু কি ধর্মে বিশ্বাসী বলেই সিপিএমে যোগ না দেওয়ার সিদ্ধান্ত? প্রশ্ন করা হয় কলকাতা হাই কোর্টের এই সদ্য প্রাক্তন বিচারপতিকে।
আরও পড়ুন: প্রমাণ নেই, সন্দেশখালির মহিলাদের ওপর কোনো অত্যাচার হয়নি! বিস্ফোরক তৃণমূলের সৌগত রায়
জবাবে তিনি সাফ বলেন, ‘শৃঙ্খলা বলে সিপিএম পার্টির ভেতরে যেটা চালায়, এত জটিল একটা ব্যাপার… আর এই পার্টি শৃঙ্খলার ফাঁদে পড়ে কত মানুষের যে বারোটা বেজেছে, ভালো মানুষের যাঁরা আবেগ নিয়ে, বুদ্ধি দিয়ে রাজনীতিটা করতে গিয়েছিলেন। ওই পার্টি শৃঙ্খলার নামে একটা চাপিয়ে দেওয়া, এটা করা যাবে না, ওটা করা যাবে না, কোনও ক্রিয়েটিভ লোক সেটা মেনে নিতে পারবেন না’।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, বামেদের তরফ থেকে অভিজিৎবাবুকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল কিনা সেই বিষয়ে তাঁর ধারণা নেই। বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘তিনি বিবেচনা করেছেন, প্রত্যাখান করেছেন। ওঁ ঠিকই করেছেন। ওঁ শৃঙ্খলা পরায়ণ হতে পারবেন না। যৌথ সিদ্ধান্ত নিতে পারবেন না। সে কারণে মার্কসবাদী পার্টির কঠোর শৃঙ্খলা মানতে পারবেন না। এই শৃঙ্খলা কঠিন, সেটা ব্যক্তিসিদ্ধান্ত হতেই পারে’।