প্রমাণ নেই, সন্দেশখালির মহিলাদের ওপর কোনো অত্যাচার হয়নি! বিস্ফোরক তৃণমূলের সৌগত রায়

বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালির ঘটনা (Sandeshkhali Incident) নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি, তখন তৃণমূল সাংসদ সৌগত রায়ের (Saugata Roy) দাবি সন্দেশখালির মহিলাদের ওপর কোনও অত্যাচার হয়নি! গত ২৫ ফেব্রুয়ারি এই বর্ষীয়ান তৃণমূল নেতা দাবি করেছিলেন, সন্দেশখালির ঘটনা সংবাদমাধ্যমের বানানো। এবার দাবি করলেন, সন্দেশখালিতে মহিলাদের ওপর অত্যাচারের কোনও ঘটনা ঘটেনি। ঘটে থাকলে তাঁর প্রমাণ থাকতো।

সম্প্রতি দলের একটি অনুষ্ঠানে এমন দাবি করেন দমদমের তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায়। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। বাংলা হান্টের তরফ থেকে সেই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। ভাইরাল (Viral) সেই ভিডিওয় সৌগত রায়কে বলতে শোনা যাচ্ছে, ‘সন্দেশখালিতে মহিলাদের ওপর কোনও অত্যাচারের ঘটনা ঘটেনি, ঘটলে প্রমাণ থাকতো’।

এখানেই অবশ্য থামেননি বর্ষীয়ান তৃণমূল (Trinamool Congress) নেতা। আরও একধাপ এগিয়ে তাঁর দাবি, ‘কিছু যদি ঘটেও থাকে, সেক্ষেত্রে মমতার পুলিশ গ্রেফতার করেছে। রাজ্য পুলিশই শাহজাহান, শিবু, উত্তমদের গ্রেফতার করেছে। সিবিআই কিংবা ইডি নয়’। দমদমের সাংসদের এই বক্তব্য ঘিরে তুমুল শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুনঃ মিথ্যে দাবি! সন্দেশখালির বাসিন্দা বলে কেন তৃণমূলের মিছিলে যোগ? মহিলাদের বিক্ষোভে উত্তপ্ত রাজবাড়ি

নারদা কাণ্ডের প্রসঙ্গ টেনে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘অধ্যাপক সৌগত রায় নারদা কাণ্ডে হাতে টাকা নিয়ে থ্যাঙ্ক ইউ বলছিলেন। দুষ্কৃতিরা তৃণমূলের, কিছু বললে ওঁকে বিপদে ফেলবে। সেই জন্য দুষ্কৃতিদের হয়ে উনি কথা বলছেন’। সৌগতবাবুকে নিশানা করেছেন বিজেপি নেতা সজল ঘোষও। তাঁর দাবি, দলের অনেকেই নাকি চান না সৌগত রায় ফের সাংসদ হন।

saugata roy sandeshkhali incident

সজল ঘোষের কথায়, ‘তবে প্রার্থী পদটা ওঁর জরুরি। সেই কারণে ফের তোষামোদ শুরু করেছেন’। সৌগত রায়ের বক্তব্য ঘিরে তুমুল শোরগোল হলেও তিনি এখনও অবধি এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। তবে বর্ষীয়ান তৃণমূল নেতার এই বক্তব্যের কারণে দলের ভেতরেই বিতর্ক মাথাচাড়া দিয়েছে বলে খবর। কারণ সন্দেশখালি কাণ্ডে এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে শাহজাহান ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণ মামলা রুজু হয়েছে। আর সেই মামলা রুজু করেছে রাজ্য পুলিশই।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর