বাংলা হান্ট ডেস্কঃ ইস্তফার কথা আগেই ঘোষণা করেছিলেন। সেই মতো মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে সরে দাঁড়ান অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। এরপর দুপুরে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে বিজেপিতে (BJP) যোগদানের কথা ঘোষণা করলেন। আগামী ৭ মার্চ গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন তিনি।
গত রবিবার বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর থেকেই তাঁর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা ক্রমশ জোরালো হচ্ছিল। আজ নিজেই সেই কথা ঘোষণা করলেন। আদালতের কক্ষ ছেড়ে রাজনীতির ময়দান। নতুন ইনিংস শুরুর জন্য কেন বিজেপির হাতই ধরলেন? সেকথাও ফাঁস করেছেন তিনি।
প্রশ্নের উত্তরে অভিজিৎবাবু বলেন, ‘বিজেপিই একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে। সেই কারণেই আমি বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি’। কলকাতা হাই কোর্টের এই সদ্য প্রাক্তন বিচারপতির কথায়, তিনি বিজেপির কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন এবং বিজেপির তরফ থেকেও তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।
এর আগেই এক জনপ্রিয় সংবাদমাধ্যমের কাছে তৃণমূলে (TMC) যোগ দেবেন না বলে জানিয়েছিলেন অভিজিৎবাবু। আজ বললেন, ‘শাসকদল আমায় নানানভাবে অপমান করেছে, অপমানজনক কথাবার্তা বলেছে। তাঁদের এই ধরনের মন্তব্যই আমায় সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে’। আরও একধাপ এগিয়ে তাঁর দাবি, বিচারপতিকে আক্রমণ করা তৃণমূলের সংস্কৃতি!
আরও পড়ুনঃ শাহজাহানকে হস্তান্তর, সন্দেশখালি কাণ্ডেও তদন্ত করবে CBI, বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
অনেকেই ভাবতেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয়তো বামমনস্ক। তাহলে সিপিআইএমে কেন যোগ দিলেন না তিনি? উত্তরে জানান, তিনি ওপরওয়ালার বিশ্বাস করেন। অপরদিকে সিপিআইএম ধর্মে বিশ্বাস রাখে না। সেই ভাবনা থেকেই এই দলে যোগ না দেওয়ার সিদ্ধান্ত । তাঁর কথায়, ধর্মে বিশ্বাস করি, ঈশ্বরে বিশ্বাস করি, তাই সিপিএমে (CPM) যোগ দিইনি। অপরদিকে কংগ্রেস (Congress) সম্পর্কে বলেন, কংগ্রেস পারিবারিক জমিদারির দল। তাই সেখানে যাওয়ার প্রশ্নই ওঠে না।