“১৮০৬ নয়, অন্তত ৬ হাজার নাম থাকা উচিত”, অযোগ্য তালিকা নিয়ে সরব প্রাক্তন বিচারপতি

Published on:

Published on:

Abhijit Ganguly slams SSC list says 5000 to 6000 names missing

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার রাতে প্রকাশিত হয়েছে সেই তালিকায়। তালিকায় ১৮০৬ জনকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু এই তালিকাকে সম্পূর্ণ বলে মানতে নারাজ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। তাঁর দাবি, প্রকৃত সংখ্যা অন্তত পাঁচ থেকে ছ’হাজার।

কমিশনের প্রকাশিত দাবি তালিকা মানতে নারাজ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)

প্রাক্তন বিচারপতির (Abhijit Ganguly) অভিযোগ, অনেক নাম তালিকায় বাদ পড়েছে। তিনি বলেন, একদল পরীক্ষায়ই বসেনি, তবুও চাকরি পেয়ে গিয়েছে। আবার মেয়াদোত্তীর্ণ লিস্ট থেকেও নিয়োগ হয়েছে অনেকে। এমনকি এসএসসি (SSC) যতজনকে সুপারিশ করেছিল, তার থেকেও বেশি প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছে। কিন্তু সেই তথ্য নতুন তালিকায় নেই।

অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) জানান, সুপ্রিম কোর্ট স্বচ্ছতা বজায় রাখতে এই তালিকা প্রকাশ করতে বলেছিল। কিন্তু তালিকায় কোন শিক্ষক-শিক্ষিকা কোন স্কুলে কাজ করছিলেন, সেই তথ্যও দেওয়া হয়নি। তাঁর অভিযোগ, রাজ্য আবারও ‘ভাঁওতাবাজি’ করছে এবং আদালতকেও বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে।

তাঁর (Abhijit Ganguly) আশঙ্কা, এই প্রক্রিয়ায় নতুন করে দুর্নীতির সম্ভাবনা তৈরি হচ্ছে। তাই তিনি চান, পরীক্ষার সময় OMR শিট সরবরাহ ও সংরক্ষণের কাজ আর এসএসসি-র হাতে না রেখে অন্য কোনও স্বাধীন কর্তৃপক্ষকে দেওয়া হোক।

Abhijit Ganguly slams SSC list says 5000 to 6000 names missing

আরও পড়ুনঃ “দুর্নীতির ৮০ শতাংশ টাকা গিয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে”, নিয়োগ দুর্নীতি ইস্যুতে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

অর্থাৎ, অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ হলেও, তার নির্ভরযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন তুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। তাঁর মতে, সত্যিকারের সংখ্যা সামনে আনতে কমিশন ব্যর্থ হয়েছে। এখন সুপ্রিম কোর্ট কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে শিক্ষক-প্রার্থী থেকে সাধারণ মানুষ।