বাংলাহান্ট ডেস্ক : ভোট পরবর্তী হিংসায় খুন হয়েছিলেন বিজেপি কর্মী অভিজিৎ সরকার (Abhijit Sarkar)। এবার তাঁর দাদা বিশ্বজিৎ সরকারের উপরেও উঠল হামলার অভিযোগ। লোক পাঠিয়ে তাঁকে খুন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের বিরুদ্ধে।
অভিজিৎ সরকারের (Abhijit Sarkar) দাদার উপরেও উঠল হামলার অভিযোগ
রাজ্যের শাসক দলের দিকে ফের আঙুল তুলেছেন মৃত অভিজিৎ সরকারের (Abhijit Sarkar) দাদা বিশ্বজিৎ সরকার। যেমনটা জানা যাচ্ছে, বিশ্বজিৎ সরকারের বাড়ির সামনে গাছের ডালপালা কাটার জন্য কয়েকজন কর্মী পাঠানো হয়েছিল কলকাতা পুরসভার তরফে। কিন্তু বিশ্বজিৎ (Biswajit Sarkar) অভিযোগ করেছেন, গাছের কাটা ডাল পড়ে তার ছিঁড়ে যায়, গ্যারাজে থাকা গাড়িরও ক্ষতি হয়।
কী অভিযোগ বিশ্বজিৎ সরকারের: অভিযোগ, এ নিয়ে কথা বলতে গেলেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গাছ কাটতে আসা কর্মীরাই বিশ্বজিতের উপরে চড়াও হয়। তাঁকে বেধড়ক মারধর করা হয় বলেও উঠেছে অভিযোগ। তিনি দাবি করেছেন, তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষই তাঁকে মারার জন্য লোক পাঠিয়েছিলেন।
আরও পড়ুন : মহানায়কের প্রিয় খাবার এবার আপনার পাতে, কীভাবে রাঁধবেন লঙ্কা মুরগি? রইল রেসিপি
পালটা দাবি পুরসভা কর্মীদের: এদিকে অন্য সুর তুলে পালটা অভিযোগ করেছেন কলকাতা পুরসভার কর্মীরা। তাঁদের পালটা অভিযোগ, গাছের ডাল পড়ে তার ছিঁড়ে গিয়েছে বলে বিবাদ বাঁধান বিশ্বজিৎ সরকার (Abhijit Sarkar)। তাঁদেরই নাকি মারধর করা হয়েছে বলে উঠেছে পালটা অভিযোগ। এদিকে এই ঘটনার পর দু পক্ষকে নিয়ে যাওয়া হয়েছে থানায়।
আরও পড়ুন : উত্তম-সম্মানে রাজ্য সরকারের উদ্যোগ, মুখ্যমন্ত্রীর হাত থেকে ‘মহানায়ক সম্মান’ নিলেন গৌতম-ইমন-রূপঙ্কর
প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসায় মৃত কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার (Abhijit Sarkar) হত্যা মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে সিবিআই। চার্জশিটে স্থানীয় বিধায়ক পরেশ পালের পাশাপাশি নায় রয়েছে শাসক দলের দুই কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষেরও। উপরন্তু এই ঘটনায় কাঁকুড়গাছি থানার প্রাক্তন ওসি, সাব ইনস্পেক্টর এবং এক কনস্টেবলকে পাঠানো হয়েছে জেল হেফাজতে। তাঁদের বিরুদ্ধে উঠেছে তথ্য প্রমাণ লোপাট এবং সাক্ষীদের প্রভাবিত করার অভিযোগ।